×

জাতীয়

ফ্রিল্যান্সার মুগ্ধকে স্মরণ করে ফাইভারের আবেগঘন বার্তা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৪, ১১:৩৪ পিএম

ফ্রিল্যান্সার মুগ্ধকে স্মরণ করে ফাইভারের আবেগঘন বার্তা

ছবি: সংগৃহীত

জনপ্রিয় অনলাইন মার্কেটপ্লেস (আউটসোর্সিংয়ের কাজ দেয়া ও নেয়ার ওয়েবসাইট) ফাইভআরে কাজ করে ডলার আয় করতেন শিক্ষার্থীদের চলমান আন্দোলনে অংশ নিয়ে গুলিতে নিহত মীর মাহফুজুর রহমান মুগ্ধ। একজন দক্ষ কর্মীকে হারিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে দুঃখ প্রকাশ করেছে ফাইভার কর্তৃপক্ষ। 

বুধবার (৩১ জুলাই) ফেসবুকে ফাইভারের ফেরিফায়েড পেজ থেকে মুগ্ধকে স্মরণ করে লেখা হয়েছে, ‘অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমরা আমাদের ফাইভার পরিবারের ক্ষতির কথা জানলাম। বাবা-মা ও দুই ভাইকে রেখে গত সপ্তাহে মারা গেছেন মীর মাহফুজুর রহমান মুগ্ধ। 

মীর একজন প্রতিভাবান মার্কেটার ছিলেন, যিনি এসইও এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দক্ষতা দিয়ে ফাইভারে একটি সফল ব্যবসা তৈরি করেছিলেন। তার চেয়েও বড় কথা, তিনি ছিলেন একজন আগ্রহী ভ্রমণপিপাসু, একজন প্রতিভাবান ফুটবলার, একজন বাংলাদেশি স্কাউট এবং একজন সত্যিকারের মানবতাবাদী।’ ফাইভারের পোস্টে আরো লেখা হয়েছে—‘মীরকে মিস করা হবে। তার পরিবার এবং বন্ধুদের জন্য প্রার্থনা।’ 

উল্লেখ্য, গত ১৮ জুলাই রাজধানীর উত্তরায় গুলিতে প্রাণ হারান মুগ্ধ। খুলনা বিশ্ববিদ্যালয়ের ১৯ ব্যাচের শিক্ষার্থী ছিলেন তিনি। খেলোয়াড়, গায়ক, সংগঠক হিসেবে ক্যাম্পাসে ছিলেন সুপরিচিত। গণিতে স্নাতক শেষ করে গত মার্চ থেকে তিনি ঢাকায় অবস্থান করছিলেন। অনলাইনে ফ্রিল্যান্সিংয়ের পাশাপাশি তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) এমবিএ করছিলেন। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে, মৃত্যুর মাত্র ১৫ মিনিট আগেও টিয়ারশেলের ধোঁয়ায় আচ্ছন্ন একটি সড়কে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে পানি ও বিস্কুট সরবরাহ করছিলেন মুগ্ধ।  ঘটনার সময় সঙ্গে থাকা এক বন্ধু জানান, সন্ধ্যা ৬টার দিকে রাজউক কমার্শিয়ালের সামনে থেকে পুলিশ গুলি করতে করতে এগিয়ে আসে। এসময় একটি গুলি মুগ্ধর কপাল দিয়ে ঢুকে ডান কানের নিচ দিয়ে বেরিয়ে যায়। ক্রিসেন্ট হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাদির মস্তিষ্কের ফোলা বেড়েছে, হৃদস্পন্দনও স্বাভাবিকের চেয়ে বেশি

হাদির মস্তিষ্কের ফোলা বেড়েছে, হৃদস্পন্দনও স্বাভাবিকের চেয়ে বেশি

ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে তলব

ওসমান হাদি গুলিবিদ্ধ ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে তলব

অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে হানুক্কা উৎসবে গুলি, নিহত ১০

অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে হানুক্কা উৎসবে গুলি, নিহত ১০

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাংবাদিকদের ওপর হামলা, আহত ৫

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাংবাদিকদের ওপর হামলা, আহত ৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App