ভালোবাসা দিবসে প্রেমিকাকে নিয়ে ঘুরতে বেরিয়ে প্রাণ গেলো প্রেমিকের

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩৬ পিএম

ফাইল ছবি
ভালোবাসা দিবসে প্রেমিকাকে নিয়ে ঘুরতে বের হয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন প্রেমিক মাহমুদ বাবু। রাজধানীর ডেমরায় সুলতানা কামাল সেতুর উপর কনটেইনারবাহী একটি ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন তিনি ও তার প্রেমিকা।
হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মাহমুদ মারা যান। নিহত মাহমুদের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আব্দুল্লাহবাদ গ্রামে। তার বাবা বোরহান উদ্দিন ব্যাপারী।
মাহমুদের ভাই আরাফাত হোসেন শাওন জানান, তিনি ঢাকার মিরপুরে বসবাস করতেন। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার পাশাপাশি একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তার প্রেমিকা রামপুরায় থাকেন এবং একটি বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি বিভাগে পড়ছেন। দুই পরিবারের মধ্যে তাদের বিয়ের কথাবার্তা চলছিল।
শুক্রবার সকালে মাহমুদ ও তার প্রেমিকা মোটরসাইকেলে ঘুরতে বের হন। সকাল ১১টার দিকে সুলতানা কামাল সেতুর ওপর ট্রাকের ধাক্কায় দু'জন সড়কে ছিটকে পড়েন। পথচারীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। দুপুর ২টার দিকে চিকিৎসক মাহমুদকে মৃত ঘোষণা করেন। আহত তরুণীকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) সুজন চন্দ্র বিশ্বাস জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। মাহমুদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।