×

জাতীয়

ইসিতে নতুন দল নিবন্ধনের আবেদনের সময় শেষ আজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ জুন ২০২৫, ১০:৩৩ এএম

ইসিতে নতুন দল নিবন্ধনের আবেদনের সময় শেষ আজ

২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশে রাজনৈতিক দল নিবন্ধন প্রথা চালু হয়। ছবি : সংগৃহীত

নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) আবেদন গ্রহণের সময়সীমা শেষ হচ্ছে রোববার (২২ জুন)। বিকেল ৫টা পর্যন্ত আগ্রহী দলগুলো আবেদন জমা দিতে পারবে।

ইসির নির্বাচন সহায়তা শাখা জানিয়েছে, এ পর্যন্ত প্রায় ১০০টি দল নিবন্ধনের জন্য আবেদন করেছে। এর আগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ কয়েকটি দলের অনুরোধে সময় এক দফা বাড়িয়ে প্রায় দেড় মাস বৃদ্ধি করা হয়। এনসিপিসহ কয়েকটি দলের আজই আবেদন করার কথা রয়েছে।

দল নিবন্ধন আইনের শর্ত অনুযায়ী, একটি দলের কেন্দ্রীয় কমিটি, দেশের এক-তৃতীয়াংশ জেলায় এবং অন্তত ১০০টি উপজেলায় সাংগঠনিক কমিটি থাকতে হবে। এছাড়া, কোনো প্রার্থী পূর্বে সংসদ সদস্য থাকলে বা পূর্ববর্তী জাতীয় নির্বাচনে কমপক্ষে পাঁচ শতাংশ ভোট পেলে, সে দল নিবন্ধনের যোগ্য হিসেবে বিবেচিত হয়।

আরো পড়ুন : ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে ইসি

বর্তমানে নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫০টি। আওয়ামী লীগ সরকারের পতনের পর নির্বাচন কমিশন বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি), এবি পার্টি, নুরুল হক নুরের গণঅধিকার পরিষদ (জিওপি), মাহমুদুর রহমানের নাগরিক ঐক্য এবং গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দিয়েছে। তবে এসব দলের প্রায় প্রতিটি নিবন্ধন এসেছে আদালতের আদেশের মাধ্যমে, পাঁচ থেকে ছয় বছর অপেক্ষার পর।

২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশে রাজনৈতিক দল নিবন্ধন প্রথা চালু হয়। তখন থেকে এ পর্যন্ত মোট ৫৫টি দল নিবন্ধন পেলেও, পরে শর্ত পূরণে ব্যর্থতা, নিয়ম লঙ্ঘন এবং আদালতের রায় অনুযায়ী পাঁচটি দলের নিবন্ধন বাতিল করে ইসি। ওই দলগুলো হলো: জামায়াতে ইসলামী, ফ্রিডম পার্টি, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, পিডিপি ও জাগপা।

সম্প্রতি আদালতের নির্দেশে জামায়াতে ইসলামী ও জাগপা তাদের নিবন্ধন ফিরে পেলেও নির্বাচন কমিশন এখনো প্রজ্ঞাপন জারি করেনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কোন মধু বেশি উপকারী, খাঁটি চেনার উপায়

কোন মধু বেশি উপকারী, খাঁটি চেনার উপায়

কাকরাইলে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষ, পুলিশ মোতায়েন

কাকরাইলে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষ, পুলিশ মোতায়েন

রাকসু ইতিহাসে প্রথম নারী ভিপি প্রার্থী তাসিন খান

রাকসু ইতিহাসে প্রথম নারী ভিপি প্রার্থী তাসিন খান

ভুটানের কাছে হোঁচট খেল বাংলাদেশ

ভুটানের কাছে হোঁচট খেল বাংলাদেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App