×

জাতীয়

ঢাকায় জাতিসংঘ মানবাধিকার অফিস স্থাপনের আলোচনা চলছে: পররাষ্ট্র উপদেষ্টা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ১১:০৬ পিএম

ঢাকায় জাতিসংঘ মানবাধিকার অফিস স্থাপনের আলোচনা চলছে: পররাষ্ট্র উপদেষ্টা

ছবি: সংগৃহীত

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর) বাংলাদেশে একটি মিশন শাখা প্রতিষ্ঠা করতে প্রস্তুত, যা বর্তমানে খসড়া আলোচনার পর্যায়ে রয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ কথা জানান তিনি। 

ঢাকায় জাতিসংঘ মানবাধিকার অফিস কোন শর্তে প্রতিষ্ঠিত হবে সে বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, এটি এখনও খসড়া পর্যায়ে রয়েছে। খসড়া বিনিময় সম্পন্ন হলে এবং আমরা একটি চূড়ান্ত সম্মত খসড়ায় পৌঁছানোর পর যেখানে একটি শব্দও পরিবর্তন করার প্রয়োজন না হলে, তখন আমরা এটি স্বাক্ষর করব। সেই সময়ে, আমরা আপনাদের সঙ্গে বিশদ বিষয় নিয়ে জানাতে সক্ষম হব। ততক্ষণ পর্যন্ত, এটি খসড়া আকারে থাকায় এটি নিয়ে আলোচনা না করাই ভালো।

তিনি বলেন, বাংলাদেশ এবং ওএইচসিএইচআর খসড়াটি চারবার সংশোধনী সহ তথ্য বিনিময় করেছে এবং ঢাকার সর্বশেষ পরিবর্তনের পর খসড়াটি বর্তমানে ওএইচসিএইচআর -এর অধীনে পর্যালোচনাধীন রয়েছে। বাংলাদেশ এবং ওএইচসিএইচআর নীতিগতভাবে তিন বছরের জন্য ঢাকায় অফিস স্থাপনে সম্মত হয়েছে, যার পর্যালোচনা দুই বছর পর নির্ধারিত হবে।

বাংলাদেশে ওএইচসিএইচআর মিশন শাখা খোলার পরিকল্পনা সম্প্রতি উপদেষ্টা পরিষদের সভায় নীতিগতভাবে অনুমোদন পেয়েছে। বাংলাদেশে পরবর্তী জাতিসংঘ আবাসিক সমন্বয়কারীর জন্য প্রস্তাবিত নাম সম্পর্কে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের অনুমোদন (সরকারি সম্মতি) প্রদান করতে হবে। আমরা এখনও অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন করিনি। প্রক্রিয়াটি এগিয়ে যাক, এবং তারপর আমরা প্রতিক্রিয়া জানাবো।

বর্তমানে গোয়েন লুইস ঢাকায় জাতিসংঘ আবাসিক সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জেসিআই মানিকগঞ্জের ট্রেজারার হলেন আর.কে. জ্যান

জেসিআই মানিকগঞ্জের ট্রেজারার হলেন আর.কে. জ্যান

পিআর পদ্ধতি চায় যোগ্যতাহীনরা, জনগণ চায় ব্যালটে ভোট

পিআর পদ্ধতি চায় যোগ্যতাহীনরা, জনগণ চায় ব্যালটে ভোট

অন্যায় করে ফেলছি, ভাই মাফ করা যায় না? ঘুষ নেওয়ার পর ওসি লিটন

অন্যায় করে ফেলছি, ভাই মাফ করা যায় না? ঘুষ নেওয়ার পর ওসি লিটন

টাঙ্গুয়ার হাওরে মদের বোতল হাতে এক নারীর উদ্দাম নৃত্য, ভিডিও ভাইরাল

টাঙ্গুয়ার হাওরে মদের বোতল হাতে এক নারীর উদ্দাম নৃত্য, ভিডিও ভাইরাল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App