ড্রোন শোতে জুলাই অভ্যুত্থানে নারীর অবদান স্মরণ

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ০৮:২৬ এএম

এই কর্মসূচিতে ড্রোন শো’তে বিশেষভাবে ফুটিয়ে তোলা হয় অভ্যুত্থানকালীন নারীদের অংশগ্রহণ, বিভিন্ন আন্দোলনের দৃশ্য, আর সে সময়ের জ্বলন্ত স্লোগান। ছবি : সংগৃহীত
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরের আকাশ সোমবার (১৪ জুলাই) মধ্যরাতে ঝলমল করে উঠেছিল এক ব্যতিক্রমধর্মী ড্রোন শো’তে। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিকে কেন্দ্র করে নারীদের সাহসী ভূমিকা ও নানা ঐতিহাসিক ঘটনার প্রতিচ্ছবি তুলে ধরতেই আয়োজন করা হয় এ শো।
‘জুলাই উইমেনস ডে’ উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে ড্রোন শো’তে বিশেষভাবে ফুটিয়ে তোলা হয় অভ্যুত্থানকালীন নারীদের অংশগ্রহণ, বিভিন্ন আন্দোলনের দৃশ্য, আর সে সময়ের জ্বলন্ত স্লোগান।
আরো পড়ুন : বর্তমান সরকারের আমলেই জুলাই হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন হবে: আইন উপদেষ্টা
শহীদ মিনার চত্বরে জড়ো হয় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক সহস্র নারী শিক্ষার্থী। আকাশজুড়ে ভেসে ওঠে ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার’, ‘মাতৃভূমি অথবা মৃত্যু’ প্রভৃতি স্লোগান। প্রদর্শিত হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বিদ্রূপাত্মক বক্তব্য- ‘মুক্তিযোদ্ধার সন্তানরা পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে?’- যা উপস্থিতদের মধ্যে আলোড়ন তোলে।
শো’তে জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ, বুয়েটে ছাত্রলীগের হাতে নিহত আবরার ফাহাদ, এবং ১৫ জুলাই ছাত্রলীগের হাতে নির্যাতিত তন্বীর প্রতিকৃতি তুলে ধরা হয়। পাশাপাশি বিডিআর বিদ্রোহ, শাপলা চত্বরসহ একাধিক আলোচিত ঘটনার প্রতিচ্ছবিও শো’তে স্থান পায়।