×

জাতীয়

রাজনৈতিক অচলাবস্থা কাটাতে জাতীয় ঐক্যের আহ্বান ড. কামালের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ০৮:৩৮ এএম

রাজনৈতিক অচলাবস্থা কাটাতে জাতীয় ঐক্যের আহ্বান ড. কামালের

গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন। ছবি : সংগৃহীত

বাংলাদেশের চলমান রাজনীতিতে যে অস্থিরতা বিরাজ করছে, তা সমাধানের একমাত্র পথ হচ্ছে রাজনৈতিক ঐক্য- এমন মন্তব্য করেছেন গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় গড়ে ওঠা জাতীয় ঐক্য যেন ভেঙে না পড়ে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

সোমবার (১৪ জুলাই) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গণফোরাম সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মহসীন মন্টুর স্মরণসভায় সভাপতির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

ড. কামাল বলেন, স্বাধীনতার ৫৩ বছর পরও বাংলাদেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। তিনি স্মরণ করিয়ে দেন, মহান মুক্তিযুদ্ধের মূল অঙ্গীকার ছিল সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে তিন জোটের রূপরেখা রাজনৈতিক অনৈক্যের কারণে বাস্তবায়িত না হওয়ায় চব্বিশের জুলাই মাসে নতুন করে রক্তক্ষয়ী গণঅভ্যুত্থান ঘটেছে বলে মন্তব্য করেন তিনি।

আরো পড়ুন : ড্রোন শোতে জুলাই অভ্যুত্থানে নারীর অবদান স্মরণ

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মাধ্যমে ছাত্র-জনতা ও রাজনৈতিক দলগুলোর মধ্যে যে জাতীয় ঐক্য তৈরি হয়েছে, তাকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন ড. কামাল। তিনি বলেন, তরুণদের শক্তিকে কাজে লাগিয়ে দেশ গড়ার স্বপ্ন পূরণ করতে হবে।

অন্তর্বর্তী সরকারের দায়িত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত সরকারের প্রধান কাজ হবে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন নিশ্চিত করা। জনগণের মধ্যে রাষ্ট্রীয় সংস্কারের যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা কোনোভাবে উপেক্ষা করা যাবে না বলেও সতর্ক করেন তিনি।

মন্টুর স্মৃতিচারণ করতে গিয়ে ড. কামাল বলেন, তিনি সবসময় একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন দেখতেন।

অনুষ্ঠানে আলোচক ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম প্রমুখ।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে দ্রুত নিয়োগের নির্দেশ

প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে দ্রুত নিয়োগের নির্দেশ

যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫০ দিনের আল্টিমেটাম দিলেন ট্রাম্প

যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫০ দিনের আল্টিমেটাম দিলেন ট্রাম্প

এইচআরসি গ্রুপের চেয়ারম্যান সাঈদ হোসেন চৌধুরী মারা গেছেন

এইচআরসি গ্রুপের চেয়ারম্যান সাঈদ হোসেন চৌধুরী মারা গেছেন

সোহাগ হত্যা: নারায়ণগঞ্জ থেকে প্রধান আসামি নান্নু গ্রেপ্তার

সোহাগ হত্যা: নারায়ণগঞ্জ থেকে প্রধান আসামি নান্নু গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App