×

জাতীয়

জুলাই গণঅভ্যুত্থান

নিহত ৬ জনের পরিচয় মেলেনি, অজ্ঞাত হিসেবেই দাফন আজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ০৮:৩৩ এএম

নিহত ৬ জনের পরিচয় মেলেনি, অজ্ঞাত হিসেবেই দাফন আজ

ছবি : প্রতীকী

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গুলিতে নিহত অজ্ঞাত পরিচয়ের ৬ জনের মরদেহ দাফন করা হবে আজ বৃহস্পতিবার (৭ আগস্ট)। দীর্ঘ এক বছর ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছিল এই মরদেহগুলো।

পরিচয় না মেলায় আজ ‘অজ্ঞাত’ হিসেবেই তাদের দাফন করা হচ্ছে মানবিক সংগঠন আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে।

বুধবার (৬ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ মনসুর।

তিনি জানান, জুলাই মাসের সেই আন্দোলনের সময় গুলিতে নিহত ৬ জনের পরিচয় আজও শনাক্ত হয়নি। আগামীকাল (বৃহস্পতিবার) সকাল ১১টার দিকে আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হবে দাফনের জন্য।

আরো পড়ুন : ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে ইসিকে চিঠি প্রধান উপদেষ্টার

পুলিশ সূত্রে জানা যায়, নিহতদের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল যাত্রাবাড়ী এলাকা থেকে, ১ জন পল্টন এলাকা থেকে এবং ২ জন শাহবাগ এলাকা থেকে। এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও কেউ তাদের শনাক্ত করতে বা নিতে আসেনি।

পুলিশ জানায়, ময়নাতদন্ত শেষে মরদেহগুলো সংরক্ষণের জন্য ফ্রিজিং করে রাখা হয়েছিল। ভবিষ্যতের সম্ভাব্য শনাক্তের জন্য সবার ডিএনএ নমুনা সংরক্ষণ করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঘটে যাওয়া গণআন্দোলনে পুলিশের গুলিতে বহু মানুষ নিহত হয়। নিহতদের মধ্যে অনেকের পরিচয় নিশ্চিত করা গেলেও এই ৬ জন ছিলেন একেবারেই অজ্ঞাতনামা। এক বছর অপেক্ষার পর, পরিচয় শনাক্ত না হওয়ায় অবশেষে অজ্ঞাত হিসেবেই তাদের দাফনের উদ্যোগ নেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ছয় অঞ্চলে ঝড়ের আভাস, কমবে তাপমাত্রা

ছয় অঞ্চলে ঝড়ের আভাস, কমবে তাপমাত্রা

গাজায় একজনকে হত্যায় ইসরায়েলের খরচ ১৮ কোটি টাকা

গাজায় একজনকে হত্যায় ইসরায়েলের খরচ ১৮ কোটি টাকা

টাঙ্গাইলে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

টাঙ্গাইলে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

 মেজর সাদিকের স্ত্রী ডিবি হেফাজতে

গোপন বৈঠক মেজর সাদিকের স্ত্রী ডিবি হেফাজতে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App