×

জাতীয়

ধানমন্ডি ৩২ থেকে আটক রিকশাচালককে হত্যা মামলার আসামি করা হয়নি: ডিএমপি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ০৫:২৫ পিএম

ধানমন্ডি ৩২ থেকে আটক রিকশাচালককে হত্যা মামলার আসামি করা হয়নি: ডিএমপি

ছবি: সংগৃহীত

ধানমন্ডি ৩২ থেকে আটক রিকশাচালককে হত্যা মামলার আসামি করা হয়নি বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রোববার (১৭ আগস্ট) ডিএমপি’র মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ১৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বর এলাকা হতে মো. আজিজুর রহমান (২৭) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীতে ধানমন্ডি থানার এপ্রিল মাসে দায়েরকৃত একটি মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে ১৬ আগস্ট তাকে আদালতে প্রেরণ করা হয়। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে মো. আজিজুর রহমানের গ্রেফতার ও মামলা নিয়ে অহেতুক ভুল তথ্য ছড়ানো হচ্ছে, যা ঢাকা মেট্রোপলিটন পুলিশের দৃষ্টিগোচর হয়েছে।  

প্রকৃতপক্ষে আটক ব্যক্তি মো. আজিজুর রহমানকে যে মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে আদালতে প্রেরণ করা হয়েছে, তা পেনাল কোডের একটি নিয়মিত মামলা। কিন্তু অনেকেই বিষয়টিকে হত্যা মামলা হিসেবে প্রচার করছেন, যা সর্বৈব মিথ্যা ও উদ্দেশ্যমূলক। এমতাবস্থায় ডিএমপি’র পক্ষ থেকে উল্লিখিত বিষয়ে কোনোরকম বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে গণপিটুনির শিকার হন রিকশাচালক আজিজুর রহমান। পরে তাকে ধানমন্ডি থানার পুলিশে সোপর্দ করা হয়। এরপর জুলাই গণ-অভ্যুত্থানে একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। শনিবার (১৬ আগস্ট) রিকশাচালককে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। সেখানে শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মহানগর হাকিম ইসরাত জেনিফার জেরিন।

গত বছরের ৪ আগস্ট করা একটি হত্যাচেষ্টা মামলায় আজিজুর রহমানকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ তৌহিদুর রহমান। গত ২ এপ্রিল ধানমন্ডি থানায় মামলাটি করেন আরিফুল ইসলাম নামের এক ব্যক্তি।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যে আট দফা দাবি নিয়ে আজও মাইস্টোনের সামনে অভিভাবকরা

যে আট দফা দাবি নিয়ে আজও মাইস্টোনের সামনে অভিভাবকরা

একটি পক্ষ সংস্কারের অজুহাতে নির্বাচন পিছাতে চায়-অ্যাড. জয়নুল আবেদীন

একটি পক্ষ সংস্কারের অজুহাতে নির্বাচন পিছাতে চায়-অ্যাড. জয়নুল আবেদীন

আওয়ামী লীগের হুমকি পেয়ে লাইভে কান্নাকাটি করলেন জুলাই যোদ্ধা তাহরিমা

আওয়ামী লীগের হুমকি পেয়ে লাইভে কান্নাকাটি করলেন জুলাই যোদ্ধা তাহরিমা

সবার আগে এশিয়া কাপের দল ঘোষণা পাকিস্তানের, নেই বাবর-রিজওয়ান

সবার আগে এশিয়া কাপের দল ঘোষণা পাকিস্তানের, নেই বাবর-রিজওয়ান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App