×

জাতীয়

‘অসমাপ্ত আত্মজীবনী’ ঘিরে জাবেদ পাটোয়ারীসহ ১২৩ জনের বিরুদ্ধে দুদকের কার্যক্রম শুরু

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ০৫:৫৭ পিএম

‘অসমাপ্ত আত্মজীবনী’ ঘিরে জাবেদ পাটোয়ারীসহ ১২৩ জনের বিরুদ্ধে দুদকের কার্যক্রম শুরু

ছবি: সংগৃহীত

শেখ মুজিবের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বই ঘিরে সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ ১২৩ জনের টাকা ও ফ্ল্যাট নেয়ার অভিযোগ আমলে নিয়ে গোয়েন্দা কার্যক্রম শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১৭ আগস্ট) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন।

ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সময় আলোচিত একটি বই ছিল শেখ মুজিবের জীবনী নিয়ে লেখা এই ‘অসমাপ্ত আত্মজীবনী’। ২০১২ সালে বইটি প্রকাশিত হয়। তবে সম্প্রতি বাংলাদেশের একটি গণমাধ্যমে প্রতিবেদনে ভিন্ন তথ্য প্রকাশ করা হয়।

এতে বলা হয়, এই বই আসলে লিখেছেন সাবেক পুলিশ প্রধান জাবেদ পাটোয়ারী এবং তার নেতৃত্বে থাকা ১২৩ সদস্যের একটি দল। বিনিময়ে তারা সরকারি পদ, নগদ অর্থ ও ফ্ল্যাট পান। দুদকের মহাপরিচালক আক্তার হোসেন জানিয়েছেন, এ ঘটনার তদন্তে গোয়েন্দা কার্যক্রম শুরু করেছে দুদক।

২০১২ সালে বইটি প্রকাশের পর বইটির সম্পাদক ও প্রকাশকরা জানিয়েছিলেন, এই আত্মজীবনীতে মূলত ঠাঁই পেয়েছে ১৯৫৪ সাল পর্যন্ত শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবনের প্রথম পর্বের ঘটনাবলী। ১৯৬৬ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত কারাগারে থাকা অবস্থায় আত্মজীবনী লিখতে শুরু করেন শেখ মুজিবুর রহমান। 

পাশাপাশি এই নেতা আরও বেশ কয়েকটি বিষয় তার লেখনীর মাধ্যমে তুলে ধরেন। এই প্রকাশনার সঙ্গে জড়িত ছিলেন বাংলাদেশের খ্যাতনামা ইতিহাসবিদ, সাহিত্যিক ও সাংবাদিকদের একটি দল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিদেশি মিশন থেকে রাষ্ট্রপতির ছবি অপসারণ নির্বাচনে প্রভাব ফেলবে না: পরিবেশ উপদেষ্টা

বিদেশি মিশন থেকে রাষ্ট্রপতির ছবি অপসারণ নির্বাচনে প্রভাব ফেলবে না: পরিবেশ উপদেষ্টা

যে আট দফা দাবি নিয়ে আজও মাইস্টোনের সামনে অভিভাবকরা

যে আট দফা দাবি নিয়ে আজও মাইস্টোনের সামনে অভিভাবকরা

একটি পক্ষ সংস্কারের অজুহাতে নির্বাচন পিছাতে চায়-অ্যাড. জয়নুল আবেদীন

একটি পক্ষ সংস্কারের অজুহাতে নির্বাচন পিছাতে চায়-অ্যাড. জয়নুল আবেদীন

আওয়ামী লীগের হুমকি পেয়ে লাইভে কান্নাকাটি করলেন জুলাই যোদ্ধা তাহরিমা

আওয়ামী লীগের হুমকি পেয়ে লাইভে কান্নাকাটি করলেন জুলাই যোদ্ধা তাহরিমা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App