ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে কারাগারে
জামিন পেলেন সেই রিকশাচালক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ০৬:২৩ পিএম

ছবি: সংগৃহীত
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে মারধরের শিকার হওয়ার পর গ্রেপ্তার রিকশাচালক আজিজুর রহমানের জামিন মঞ্জুর করেছেন আদালত। রোববার (১৭ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেন আজিজুর রহমানের আইনজীবী ফারজানা ইয়াসমিন। তিনি বলেন, ধানমন্ডি থানায় করা পুরোনো হত্যাচেষ্টার মামলায় আমার মক্কেল রিকশাচালক আজিজুরকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এদিন তার জামিন চেয়ে আবেদন করেছিলাম। শুনানি শেষে ১০০০ টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন আদালত।
পুলিশ ও আদালত সূত্র জানায়, শনিবার (১৬ আগস্ট) একটি মামলায় রিকশাচালক আজিজুরকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ তৌহিদুর রহমান। তা মঞ্জুর করেন আদালত। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে গণপিটুনির শিকার হন রিকশাচালক আজিজুর। পরে তাকে ধানমন্ডি থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়। এরপর জুলাই গণ-অভ্যুত্থানে একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। শনিবার (১৬ আগস্ট) রিকশাচালককে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। সেখানে শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মহানগর হাকিম ইসরাত জেনিফার জেরিন।
গত বছরের ৪ আগস্ট করা একটি হত্যাচেষ্টা মামলায় আজিজুরকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ তৌহিদুর রহমান। গত ২ এপ্রিল ধানমন্ডি থানায় মামলাটি করেন আরিফুল ইসলাম নামের এক ব্যক্তি।