×

জাতীয়

সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ০৪:১৭ পিএম

সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারী। ফাইল ছবি

সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ পাঁচ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ২০১৬ সালে গাজীপুরে জঙ্গি 'নাটক' সাজিয়ে সাত জনকে হত্যার অভিযোগে মামলায় পরোয়ানা জারি করা হয়।

সোমবার (১৮ আগস্ট) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।

২০১৬ সালের ৮ অক্টোবর কাউন্টার টেররিজম ইউনিটের একটি দল পুলিশের সহায়তায় গাজীপুর সিটি করপোরেশনের নোয়াগাঁওয়ের পাতারটেক এলাকায় একটি দোতলা বাড়িতে অভিযান চালায়। সেখানে সাত জন নিহত হন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি তাজুল ইসলাম অভিযোগ করেন, ওই ঘটনায় নিহত সাত যুবককে বিভিন্ন জায়গা থেকে ধরে এনে ওই দোতলা ভবনে আটকে রেখে জঙ্গি নাটক সাজিয়ে হত্যা করা হয়েছিল। 

একে বিচার বহির্ভুত হত্যাকাণ্ড উল্লেখ করে তিনি বলেন, ওই সাত যুবকের কারো কোনো জঙ্গি সম্পৃক্ততা ছিল না বলে তদন্তে উঠে এসেছে।

গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া বাকি চারজনের মধ্যে তৎকালীন অতিরিক্ত পুলিশ কমিশনার, ডিএমপি ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)-এর প্রধান মনিরুল ইসলামসহ অভিযানে যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের নাম রয়েছে বলে জানান তাজুল ইসলাম।

উল্লেখ্য, বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইকে ঘিরে সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ ১২৩ জনের টাকা ও ফ্ল্যাট নেয়ার অভিযোগের ব্যাপারে গোয়েন্দা নজরদারি শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এবার শাকিব খানের নায়িকা হচ্ছেন তানজিন তিশা!

এবার শাকিব খানের নায়িকা হচ্ছেন তানজিন তিশা!

আবারো গ্রেফতার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক

আবারো গ্রেফতার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক

পরীক্ষা-নিরীক্ষার ব্যয়ভার সামলাতে নাকাল রোগীরা

পরীক্ষা-নিরীক্ষার ব্যয়ভার সামলাতে নাকাল রোগীরা

মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী রিমান্ডে

মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App