×

জাতীয়

বিজয়নগরে সংঘর্ষ, সৃষ্ট সহিংস পরিস্থিতি নিয়ে আইএসপিআরের ব্যাখ্যা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ০৯:০৫ এএম

বিজয়নগরে সংঘর্ষ, সৃষ্ট সহিংস পরিস্থিতি নিয়ে আইএসপিআরের ব্যাখ্যা

ছবি : সংগৃহীত

রাজধানীর বিজয়নগরে আল রাজী টাওয়ারের সামনে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে সহিংস পরিস্থিতি সৃষ্টি হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী বলপ্রয়োগ করলে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হন।

শুক্রবার রাতে এ ঘটনা প্রসঙ্গে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার রাত আনুমানিক ৮টার দিকে কাকরাইল এলাকায় দুটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকজন আহত হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। তবে সংঘর্ষ তীব্র হলে তারা সেনাবাহিনীর সহযোগিতা কামনা করে। ঘটনাস্থলে গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপরও আক্রমণ চালানো হয় এবং এতে কয়েকজন আহত হন।

আরো পড়ুন : আইসিইউতে নুরুল হক নুর

আইএসপিআর জানায়, শুরুতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উভয় পক্ষকে শান্ত থাকতে, শান্তিপূর্ণভাবে স্থান ত্যাগ করতে এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে মতপার্থক্য দূর করার আহ্বান জানায়। কিন্তু বারবার অনুরোধ উপেক্ষা করে কিছু নেতাকর্মী সংগঠিতভাবে মব ভায়োলেন্স চালান। তারা ইট-পাটকেল নিক্ষেপ, মশাল মিছিল ও অগ্নিসংযোগের চেষ্টা করে সহিংসতা বাড়িয়ে তোলে।

এতে বিজয়নগর, নয়াপল্টন ও আশপাশের এলাকায় জনসাধারণের চলাচল ব্যাহত হয় এবং ভোগান্তি বৃদ্ধি পায়। শান্তিপূর্ণ সমাধানের সব চেষ্টা ব্যর্থ হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জননিরাপত্তার স্বার্থে বলপ্রয়োগে বাধ্য হয়। ঘটনাটিতে সেনাবাহিনীর পাঁচ সদস্য আহত হন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ ছাড়া বিজ্ঞপ্তিতে বলা হয়, মব ভায়োলেন্সের বিরুদ্ধে বাংলাদেশ সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সেনাবাহিনী সরকারের এই সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করে জানায়, জননিরাপত্তা ও শান্তি বজায় রাখতে তারা সর্বদা প্রস্তুত এবং কঠোর অবস্থানে থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইসরায়েলের বিরুদ্ধে তুরস্কের কঠোর পদক্ষেপ

ইসরায়েলের বিরুদ্ধে তুরস্কের কঠোর পদক্ষেপ

৩ দফা দাবিতে শহীদ মিনারে প্রাথমিক শিক্ষকদের মহাসমাবেশ

৩ দফা দাবিতে শহীদ মিনারে প্রাথমিক শিক্ষকদের মহাসমাবেশ

স্পেনের বিশ্বকাপ বাছাই স্কোয়াডে বার্সেলোনার আধিপত্য

স্পেনের বিশ্বকাপ বাছাই স্কোয়াডে বার্সেলোনার আধিপত্য

জ্ঞান ফিরেছে নুরের, করা হয়েছে সিটি স্ক্যান

জ্ঞান ফিরেছে নুরের, করা হয়েছে সিটি স্ক্যান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App