নেপালের নিষেধাজ্ঞায় বিমানের ঢাকা-কাঠমান্ডু ফ্লাইট স্থগিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৯ পিএম

ছবি: সংগৃহীত
নেপাল সরকারের নিষেধাজ্ঞার কারণে ঢাকা-কাঠমান্ডু-ঢাকা ফ্লাইট পরিচালনা স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বুধবার (১০ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৬টা ১৫ মিনিট পর্যন্ত দেশটিতে সব ধরনের ফ্লাইট চলাচলে সাময়িক নিষেধাজ্ঞার সময়সীমা বর্ধিত করেছে সরকার।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান জানিয়েছে, নেপাল সরকারের নির্দেশনার সঙ্গে সামঞ্জস্য রেখে সেখানকার বিদ্যমান পরিস্থিতির কারণে কার্যক্রম স্থগিত করেছে বাংলাদেশের জাতীয় পতাকাবাহী এয়ারলাইন্স। মঙ্গলবার ও বুধবার স্থগিত হওয়া ফ্লাইটগুলোর যাত্রীদের নতুন ফ্লাইটের বিষয়ে পরবর্তী নির্দেশনা পাওয়া সাপেক্ষে অবহিত করা হবে।
নেপালগামী যাত্রীদের ফ্লাইট সূচি সম্পর্কিত সর্বশেষ তথ্য জানার জন্য প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা ৩০ মিনিটের মধ্যে বিমানের কল সেন্টারে ১৩৬৩৬ অথবা +৮৮০৯৬১০৯১৩৬৩৬ নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেয়া হয়েছে।