×

জাতীয়

আখতার হোসেনকে ডিম নিক্ষেপ ও হেনস্তা: ফেসবুক পোস্টে যা লিখলেন মির্জা ফখরুল

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৫ পিএম

আখতার হোসেনকে ডিম নিক্ষেপ ও হেনস্তা: ফেসবুক পোস্টে যা লিখলেন মির্জা ফখরুল

যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হওয়ার আগে ঢাকা বিমানবন্দরে অপেক্ষারত তিন দলের পাঁচ নেতা। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে ডিম নিক্ষেপ ও হেনস্তা করার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঘটনার সময় আখতার হোসেনের সঙ্গে ছিলেন তিনি।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে মির্জা ফখরুল লিখেছেন, নিউইয়র্ক বিমানবন্দরে যা ঘটেছে, তা আবারও প্রমাণ করলো–আওয়ামী লীগ তাদের অন্যায়ের জন্য বিন্দুমাত্র অনুশোচনা করে না। আওয়ামী লীগ আজ পর্যন্ত যা অন্যায় করেছে, সবকিছুর বিচার আইনের মাধ্যমে হবে। দল ও দেশের স্বার্থে ধৈর্য ধরুন।

সোমবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হয়ে নিউইয়র্কে গেছেন তিনটি রাজনৈতিক দলের পাঁচজন নেতা। এদের মধ্যে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা। প্রধান উপদেষ্টা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ নিউইয়র্কে পৌঁছানোর আগেই বিমানবন্দরের বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন আওয়ামী লীগের কর্মী ও সমর্থকেরা। 

আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, বিমানবন্দর থেকে লাগেজ হাতে রাস্তা পার হচ্ছেন আখতার হোসেন। তার সামনে ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা। সেসময় সেখানে আগে থেকে জড়ো হয়ে থাকা আওয়ামী লীগের কর্মীরা আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন। ডিমটি তার পিঠে লেগে ফেটে যায়। এরপর সেখানে উপস্থিত এক ব্যক্তিকে আখতার হোসেনকে ঘিরে দাঁড়িয়ে তাকে সরিয়ে নিয়ে যেতে দেখা যায়।

ঘটনার সময় রাজনৈতিক নেতৃবৃন্দের এই দলের বাকি সদস্যরা সামনে এগিয়ে গিয়েছিলেন। এসময় সেখানকার বাংলাদেশ দূতাবাসের কর্মীরাও উপস্থিত ছিলেন। ঘটনার পর দূতাবাসের অভিযোগের প্রেক্ষিতে নিউইয়র্কের জ্যাকসন হাইটস এলাকায় অভিযান চালিয়ে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। ওই ব্যক্তিকে প্রাথমিকভাবে জন-শৃঙ্খলা ভঙ্গ ও আক্রমণমূলক আচরণের অভিযোগে আটক করা হয়।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কেন ভিভিআইপি গেট দিয়ে যেতে পারেননি আখতাররা, জানালো সরকার

কেন ভিভিআইপি গেট দিয়ে যেতে পারেননি আখতাররা, জানালো সরকার

মির্জা ফখরুলের সাক্ষাৎকার ভারতীয় পত্রিকায় ভুলভাবে উপস্থাপন: বিএনপি

মির্জা ফখরুলের সাক্ষাৎকার ভারতীয় পত্রিকায় ভুলভাবে উপস্থাপন: বিএনপি

ভারতকে হারাতে মরিয়া বাংলাদেশ

ভারতকে হারাতে মরিয়া বাংলাদেশ

দেশে ভয়াবহ সিসা দূষণে হুমকিতে পুরুষের প্রজনন ক্ষমতা

দেশে ভয়াবহ সিসা দূষণে হুমকিতে পুরুষের প্রজনন ক্ষমতা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App