×

জাতীয়

কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক করার সিদ্ধান্ত স্থগিত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৫, ০৭:২৪ পিএম

কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক করার সিদ্ধান্ত স্থগিত

ছবি: সংগৃহীত

কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নিতকরণ সিদ্ধান্ত থেকে সরে আসছে অন্তর্বর্তী সরকার। এ বিষয়ে আগামী রোববার প্রজ্ঞাপন হতে পারে।

শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক উন্নীতকরণ কমিটির সভাপতি এয়ার কমোডর নূর ই আলম। 

তিনি বলেন, ‘আমরা এখনো কোনো চিঠি পাইনি। আগামী রোববার হয়তো চিঠি পাবো। তবে এ বিষয়টি মন্ত্রণালয় ভালো বলতে পারবে।’

এর আগে গত ১২ অক্টোবর কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে সরকার। সেদিন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিএ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপনও জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, Sub-rule (1) এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার The Civil Aviation Rules, 1984 এ Rule ১৬ কক্সবাজার বিমানবন্দরকে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করল।

আরও বলা হয়, দ্য সিভিল অ্যাভিয়েশন রুলস, ১৯৮৪ এর রুল ১৬ এর সাব-রুল(১) এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার কক্সবাজার বিমানবন্দরকে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে ঘোষণা করল। কিন্তু দুই সপ্তাহের মাথায় সে সিদ্ধান্ত স্থগিত হয়ে গেল।

উল্লেখ্য, ২০০৯ থেকে ২০১৩ সালে কক্সবাজার বিমানবন্দরের উন্নয়নকাজ শুরু হয়। পরবর্তীতে ২০১৫ সালে আন্তর্জাতিক মানে উন্নীতকরণের নতুন ধাপ যোগ হয়। ইতোমধ্যে বিমানবন্দরের রানওয়ে ৬ হাজার ৭৭৫ ফুট থেকে বাড়িয়ে ৯ হাজার ফুটে উন্নীত করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাতিসংঘকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে: ড. ইউনূস

জাতিসংঘকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে: ড. ইউনূস

নভেম্বরের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান: সালাহউদ্দিন আহমেদ

নভেম্বরের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান: সালাহউদ্দিন আহমেদ

কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক করার সিদ্ধান্ত স্থগিত

কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক করার সিদ্ধান্ত স্থগিত

ফিলিস্তিনের পশ্চিম তীর দখলের বিল পাস ইসরায়েলের, বাংলাদেশের নিন্দা

ফিলিস্তিনের পশ্চিম তীর দখলের বিল পাস ইসরায়েলের, বাংলাদেশের নিন্দা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App