×

জাতীয়

৩১ সংস্থা প্রধানদের সঙ্গে ইসির বৈঠক আজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ১১:২২ এএম

৩১ সংস্থা প্রধানদের সঙ্গে ইসির বৈঠক আজ

ছবি : সংগৃহীত

আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন কমিশন (ইসি) আগেই জানিয়েছে, ভোটের তফসিল ঘোষণা করা হবে নির্বাচনের প্রায় দুই মাস আগে। সে হিসেবে, চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধেই তফসিল ঘোষণার সম্ভাবনা রয়েছে।

তফসিল ঘোষণার আগে নির্বাচন প্রস্তুতি ও প্রশাসনিক সমন্বয়ের অংশ হিসেবে এবার সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের প্রধানদের সঙ্গে বৈঠকে বসছে নাসির উদ্দিন কমিশন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল ৩টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ইসির পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারের মোট ৩১টি মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধির সঙ্গে আলোচনায় ২২টি গুরুত্বপূর্ণ ইস্যুতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

বৈঠকে অংশ নেবেন যেসব মন্ত্রণালয় ও সংস্থার প্রধানরা

বৈঠকে উপস্থিত থাকবেন মন্ত্রিপরিষদ সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, স্বরাষ্ট্র, জনপ্রশাসন, নৌপরিবহন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান, পররাষ্ট্র, সমন্বয় ও সংস্কার দপ্তর, অর্থ বিভাগ ও অর্থ মন্ত্রণালয়ের সচিবরা। এছাড়া স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, আইন ও বিচার বিভাগ, তথ্য ও সম্প্রচার, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, কৃষি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবরাও বৈঠকে থাকবেন।

এছাড়া ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের (রুটিন দায়িত্বে থাকা) সচিব, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, জাতীয় সংসদ সচিবালয়ের মহাপরিচালক, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ডাক অধিদপ্তর, বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের মহাপরিচালক, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ঢাকার প্রধান প্রকৌশলী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সচিব এবং কারা মহাপরিদর্শকও বৈঠকে অংশ নেবেন।

ইসির কর্মকর্তারা জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতিমূলক এই বৈঠকে প্রশাসনিক সমন্বয়, নিরাপত্তা, লজিস্টিক সহায়তা, যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ ও তথ্যপ্রযুক্তি অবকাঠামোসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নারীর কর্মসংস্থান বাড়াতে বিশেষ উদ্যোগ নেবে বিএনপি

তারেক রহমান নারীর কর্মসংস্থান বাড়াতে বিশেষ উদ্যোগ নেবে বিএনপি

নভেম্বরেই গণভোটের দাবিতে ইসিতে আট দল

নভেম্বরেই গণভোটের দাবিতে ইসিতে আট দল

হাসপাতালে মাহমুদউল্লাহ রিয়াদ

হাসপাতালে মাহমুদউল্লাহ রিয়াদ

ইসির শতভাগ প্রস্তুতি, নজর ভোটার আস্থায়

নির্বাচনী উৎসবে দেশ ইসির শতভাগ প্রস্তুতি, নজর ভোটার আস্থায়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App