×

জাতীয়

নভেম্বরেই গণভোটের দাবিতে ইসিতে আট দল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ০১:৩৩ পিএম

নভেম্বরেই গণভোটের দাবিতে ইসিতে আট দল

ছবি : সংগৃহীত

জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে আগামী নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজনের দাবিতে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে স্মারকলিপি জমা দিয়েছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ আটটি রাজনৈতিক দল। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে তারা এই স্মারকলিপি দেন।

ইসিতে স্মারকলিপি জমা দিতে আসা আট দল হলো, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)।

বেলা ১১টার দিকে দলগুলোর নেতাকর্মীরা নির্বাচন ভবনের সামনে জড়ো হন এবং সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ ভবনের সামনে ও জামায়াতে ইসলামী মেট্রোরেল স্টেশনের কাছে পাকা মার্কেট সংলগ্ন সড়কে পৃথকভাবে অস্থায়ী মঞ্চ তৈরি করে সমাবেশ করে। এতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম, মোবারক হোসেন, রেজাউল করিম, নাজিম উদ্দিন মোল্লাসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, জুলাই সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারি করে নভেম্বরে গণভোট আয়োজন করতে হবে এবং আসন্ন সংসদ নির্বাচনে সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।

জামায়াতের নেতা নাজিম উদ্দিন মোল্লা বলেন, নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন করতে হবে। আমরা আট দল মিলে ইসির কাছে স্মারকলিপি দিচ্ছি।

নেতারা সতর্ক করে বলেন, তাদের দাবি বাস্তবায়ন না হলে বর্তমান নির্বাচন কমিশনকেও বিগত কমিশনের মতো পরিণতির মুখে পড়তে হবে। একই সঙ্গে জামায়াত নেতারা একই দিনে গণভোট ও সংসদ নির্বাচনের দাবিতে বিএনপির অবস্থানেরও সমালোচনা করেন।

আরো পড়ুন : ইসির শতভাগ প্রস্তুতি, নজর ভোটার আস্থায়

জুলাই সনদের বাস্তবায়ন দাবিতে এই আট দল গত ৩০ সেপ্টেম্বর থেকে পাঁচ দফা দাবিতে আন্দোলন চালিয়ে আসছে। বৃহস্পতিবারের স্মারকলিপি কর্মসূচি তাদের চলমান আন্দোলনের চতুর্থ ধাপ।

তাদের ৫ দফা দাবিগুলো হলো:

১. জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে আদেশ জারি এবং ওই আদেশের ওপর আগামী নভেম্বর মাসের মধ্যে গণভোট আয়োজন করা।

২. আগামী জাতীয় নির্বাচনে উভয়কক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালু করা।

৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।

৪. ‘ফ্যাসিস্ট’ সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।

৫. ‘স্বৈরাচারের দোসর’ জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরানে বিক্ষোভ-সহিংসতায় নিহত ২ হাজার

ইরানে বিক্ষোভ-সহিংসতায় নিহত ২ হাজার

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

সামিরা, ডনসহ ১১ আসামির সম্পত্তি ক্রোকের আবেদন

সালমান শাহ হত্যা মামলা সামিরা, ডনসহ ১১ আসামির সম্পত্তি ক্রোকের আবেদন

বাংলাদেশের সঙ্গে যোগাযোগের সব চ্যানেল খোলা: ভারতের সেনাপ্রধান

বাংলাদেশের সঙ্গে যোগাযোগের সব চ্যানেল খোলা: ভারতের সেনাপ্রধান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App