×

জাতীয়

লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে চায় কমিশন: সিইসি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ১২:৪০ পিএম

লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে চায় কমিশন: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সব রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে চায় নির্বাচন কমিশন, এমন প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

রোববার (১৬ নভেম্বর) সকালে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দিনের সংলাপের সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, খুব শিগগিরই আমরা নির্বাচনের মুখোমুখি হবো। নির্বাচনকে গ্রহণযোগ্য ও স্বচ্ছ করতে সবার সহযোগিতা দরকার। দলীয়ভাবে আচরণবিধি প্রতিপালন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কমিশন সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে বদ্ধপরিকর।

আরো পড়ুন : আজ ১২ দলের সঙ্গে ইসির বৈঠক

রোববার সকাল ও বিকেলে দুই পর্বে মোট ১২টি রাজনৈতিক দলকে সংলাপে বসছে ইসি। সকালের পর্বে গণফোরাম, গণফ্রন্ট, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) এবং বাংলাদেশ জাতীয় পার্টি অংশ নেয়।

সংলাপ শুরুর পরপরই জটিলতা তৈরি হয় ইসলামী ঐক্যজোটের দুই অংশের উপস্থিতিকে ঘিরে। পরে কমিশনের আমন্ত্রণপত্র দেখে অন্য দাবিদার গ্রুপকে সংলাপ থেকে বের করে দেন ইসি সচিব।

সংলাপে অংশ নিয়ে গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী বলেন, গণভোট যেন হাস্যকর কোনো পরিণতি না পায়, সেদিকে ইসিকে সতর্ক থাকতে হবে। অন্যদিকে দলগুলোর প্রতিনিধিরা বলেন, অতীতের মতো প্রশ্নবিদ্ধ নির্বাচন আর দেখতে চান না তারা।

তারা অভিযোগ করেন, সংসদীয় আসনের সীমানা নিয়ে ইসির সিদ্ধান্তে আদালতের হস্তক্ষেপ নির্বাচন প্রক্রিয়ার জন্য শুভ লক্ষণ নয়।

বর্তমানে নির্বাচন কমিশনে বিএনপি ও জামায়াতসহ মোট ৫৩টি রাজনৈতিক দল নিবন্ধিত রয়েছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন

ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন

জলবায়ু অর্থায়ন, জনস্বাস্থ্য ও আদিবাসী অধিকারের বৈশ্বিক চ্যালেঞ্জ

কপ৩০ সম্মেলনের ষষ্ঠ দিন জলবায়ু অর্থায়ন, জনস্বাস্থ্য ও আদিবাসী অধিকারের বৈশ্বিক চ্যালেঞ্জ

বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশিদের ভিসা দিচ্ছে না কেন?

বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশিদের ভিসা দিচ্ছে না কেন?

শাটডাউন ঘিরে ফের উদ্বেগ

রাজনৈতিক অস্থিরতা শাটডাউন ঘিরে ফের উদ্বেগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App