×

জাতীয়

রাজনৈতিক অস্থিরতা

শাটডাউন ঘিরে ফের উদ্বেগ

Icon

দেব দুলাল মিত্র

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ০১:০৩ পিএম

শাটডাউন ঘিরে ফের উদ্বেগ

ছবি : সংগৃহীত

‘লকডাউনের’ পর এবার দুই দিনের ‘শাটডাউন’। আন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালে আগামীকাল সোমবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে এবার ‘শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। রবি ও সোমবার এই কর্মসূচি ঘোষণা করা হয়। এদিকে শাটডাউন ঘিরে জনমনে ফের উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।

বোমা হামলা, অগ্নিসংযোগ ও নাশকতার আশঙ্কায় নগরীর সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাস্তায় অবস্থান নিয়েছে গোয়েন্দা সংস্থাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ওইদিন ১৫ হাজারের বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নগরীর সব স্থানে তৎপর থাকবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চারপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।    

এর আগে গত ১০ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ‘লকডাউন’ কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ। এ সময় নগরীতে কিছু বোমার বিস্ফোরণ ঘটে এবং ১০টি বাসে অগ্নিসংযোগ করা হয়। তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি। ঢাকাসহ বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগের ঘটনাগুলোর জন্য আওয়ামী লীগকে দায়ী করে সরকার। সরকারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, আওয়ামী লীগ নাশকতার পথ বেছে নিয়েছে। 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে সরকার সতর্ক রয়েছে। কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড সহ্য করা হবে না। 

এই কর্মসূচিকে কেন্দ্র করে জনমনে আবারো আতঙ্ক দেখা দিয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিনিবাসে আগুনের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার সকালের দিকে শিমরাইল এলাকায় সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। শনিবার থেকে ঢাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগের ডাকা ‘শাটডাউন’ কর্মসূচিকে ঘিরে আবারো নগরীর নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর আগে গত ১৩ নভেম্বর লকডাউন কর্মসূচির সময়ও কঠোর নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়। এবারো একই ধরনের নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়েছে। ইতোমধ্যেই পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ঢাকাজুড়ে তাদের তৎপরতা শুরু করেছে।

রাজধানীর প্রবেশপথগুলোতে আবারো চেকপোস্ট বসিয়ে সব ধরনের যানবাহনে তল্লাশি অভিযান শুরু হয়েছে। ডিএমপির বিভিন্ন থানা-পুলিশের অধীনে নগরীর শনিরআখড়া, যাত্রাবাড়ী, পোস্তগোলা, বাবুবাজার ব্রিজ এলাকা, গাবতলী, আব্দুল্লাহপুর এবং ডেমরা সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। ঢাকা জেলা পুলিশের তত্ত্বাবধানে আমিনবাজার এলাকাতেও চেকপোস্ট বসিয়ে চলেছে তল্লাশি কার্যক্রম। নিরাপত্তাকর্মীরা সড়ক-মহাসড়কের ঢাকামুখী লেনে গাড়ি থামিয়ে মোটরসাইকেল, বাস, মাইক্রোবাস ও প্রাইভেটকারের যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গন্তব্য ও আগমনের কারণ জানতে চাওয়া হচ্ছে। 

ঢাকা মহানগর পুলিশের ডিসি মিডিয়া তালেবুর রহমান জানান, তল্লাশি কার্যক্রমের পাশাপাশি নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে সব থানা এলাকায় পুলিশের টহল কার্যক্রম আরো জোরদার করা হয়েছে। আগামী ১৭ নভেম্বর বিকাল পর্যন্ত নিরাপত্তাব্যবস্থা কঠোর থাকবে। এছাড়া কেউ যেন বিশৃঙ্খলা তৈরি করতে না পারে সেই লক্ষ্য রাখতেও পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে। সন্দেহভাজন ব্যক্তিদের সঙ্গে থাকা ব্যাগপত্র ও মালামাল তল্লাশি করা হচ্ছে।

গোয়েন্দা সূত্র জানায়, গত ১০ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত বিক্ষোভ এবং ১৩ নভেম্বর ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘোষণার পর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটে- যা জনমনে উদ্বেগ সৃষ্টি করে। এবার শাটডাউন কর্মসূচির সময় এ ধরনের ঘটনা ঘটা অস্বাভাবিক না। সুযোগ পেলে নেতাকর্মীরা ১৭ নভেম্বর ঢাকাকে সারাদেশ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করতে পারে। সন্দেহভাজন নাশকতাকারীদের গ্রেপ্তারের লক্ষে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে রাজপথে নামার চেষ্টা করবে। তাদের এই সুযোগ দেয়া হবে না।  

পরিবহন মালিকরা জানিয়েছেন, শাটডাউন কর্মসূচির সময় নাশকতার আশঙ্কায় অনেকেই তাদের বাস রাস্তায় নামাবেন না। ২০১৩ সালে পেট্রোল বোমা হামলা ও যানবাহনে আগুনের ঘটনায় তখনকার আওয়ামী লীগ সরকার বাসমালিকদের ক্ষতিপূরণ দিয়েছিলেন। কিন্তু বর্তমান সরকার এ ধরনের কোনো সহযোগিতার ঘোষণা দেয়নি। তাই কোনো বাসমালিক ক্ষতির সম্মুখীন হতে চাইবেন না। তবে কয়েকজন পরিবহন নেতা জানিয়েছেন, তারা ১৭ তারিখ বাস চালাবেন।    

বাসমালিকদেরকে বাস-মিনিবাস কোনো প্রধান সড়কের পাশে দীর্ঘ সময় পাকিং না করানোর পরামর্শ দিয়েছেন। নাশকতাকারীরা বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুর করতে পারে। তাই নিরাপদ স্থানে বাস রাখতে বলা হয়েছে। 

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ ইসি: সিইসি

নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ ইসি: সিইসি

মাগুরা-২ আসনে মনোনয়ন পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

মাগুরা-২ আসনে মনোনয়ন পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আসিফের মন্তব্যে বাফুফের কাছে বিসিবি সভাপতির দুঃখ প্রকাশ

আসিফের মন্তব্যে বাফুফের কাছে বিসিবি সভাপতির দুঃখ প্রকাশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App