×

জাতীয়

নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ ইসি: সিইসি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ০৩:৪৩ পিএম

নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ ইসি: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি : সংগৃহীত

জাতি ও জনগণের কাছে একটি সুন্দর, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। একই সঙ্গে আসন্ন জাতীয় নির্বাচনে ইসির প্রণীত আচরণবিধি কঠোরভাবে পরিপালনে রাজনৈতিক দল ও জাতীয় নেতাদের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তিনি।

রোববার (১৫ নভেম্বর) নির্বাচন কমিশনের উদ্যোগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আয়োজিত সংলাপে শুভেচ্ছা বক্তব্যে এসব কথা বলেন সিইসি।

সংলাপ আয়োজনের উদ্দেশ্য ব্যাখ্যা করে সিইসি জানান, দুটি মূল লক্ষ্য সামনে রেখে রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছে। প্রথমত-নির্বাচনে অংশগ্রহণকারী সব প্রার্থী ও দল যেন আচরণবিধি যথাযথভাবে অনুসরণ করে, সেই বিষয়ে সহযোগিতা চাওয়া। দ্বিতীয়ত—একটি নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য দলগুলোর সার্বিক সহযোগিতা নিশ্চিত করা।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমরা একটি সুন্দর, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ। দায়িত্ব গ্রহণের দিন থেকেই এ প্রতিশ্রুতি দিয়ে আসছি।

আরো পড়ুন : মাগুরা-২ আসনে মনোনয়ন পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর অতিরিক্ত বিভিন্ন কাজের চাপ ছিল বলে উল্লেখ করেন সিইসি। তবে ইলেক্টোরাল রিফর্মস কমিশন এবং ঐকমত্য কমিশনের পক্ষ থেকে স্টেকহোল্ডারদের সঙ্গে পূর্ব আলোচনার ফলে ইসির কাজ কিছুটা সহজ হয়েছে বলে তিনি জানান। জাতীয় নেতাদের ব্যস্ততা ও ইসির অভ্যন্তরীণ কাজের কারণে সংলাপ শুরুতে কিছুটা দেরি হলেও সবার সহযোগিতায় এই প্রক্রিয়া সফলভাবে শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সিইসি।

ইসির চূড়ান্ত করা আচরণবিধি সম্পর্কে সিইসি বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের লিখিত সুপারিশ ও মতামতের ভিত্তিতেই আচরণবিধি প্রণয়ন করা হয়েছে। নির্বাচনকালীন সময় এ আচরণবিধিই মূল কার্যকর আইন হিসেবে ভূমিকা রাখে।

তিনি বলেন, প্রার্থী ও রাজনৈতিক দলগুলো আন্তরিকভাবে সহযোগিতা করলে আচরণবিধি বাস্তবায়নে কমিশনের কঠোর আইন প্রয়োগের প্রয়োজন হয় না, যা নির্বাচনী পরিবেশকে শান্তিপূর্ণ রাখে।

নিজেদের অবস্থান সম্পর্কে স্পষ্ট করে তিনি বলেন, আমরা কারও পক্ষে কাজ করতে পারব না। আমাদের বিবেক, দেশের আইন ও বিধি যা বলে, সেটাই অনুসরণ করব। কেউ যদি মনে করেন ইসি তাদের পক্ষে কাজ করছে না, তাই ইসি নিরপেক্ষ নয়—এ ধারণা সঠিক নয়।

বর্তমান কমিশনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে তিনি চিহ্নিত করেন সোশ্যাল মিডিয়ায় এআই ব্যবহার করে অপতথ্য ও ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতাকে। তিনি বলেন, এআই দিয়ে তৈরি অপতথ্য ছড়ানো আগের কমিশনগুলোকে মোকাবিলা করতে হয়নি—এটি আমাদের জন্য নতুন চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ দেশের ভেতরে ও বাইরে উভয় স্থান থেকেই তৈরি হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। এ অবস্থায় সিইসি নির্বাচনকে ঘিরে উদ্ভূত এসব চ্যালেঞ্জ মোকাবিলায় রাজনৈতিক দলগুলোর সহযোগিতা আবারও কামনা করেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২০২৬ সালে ব্যাংক বন্ধ থাকবে যতদিন

২০২৬ সালে ব্যাংক বন্ধ থাকবে যতদিন

যুক্তরাজ্যের ভিসা নিয়ে সতর্কবার্তা

যুক্তরাজ্যের ভিসা নিয়ে সতর্কবার্তা

ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৩৯

ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৩৯

নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ ইসি: সিইসি

নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ ইসি: সিইসি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App