সোমবার গণপরিবহণ চলবে কিনা, জানালো শ্রমিক ফেডারেশন
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ০৫:৪৮ পিএম
রোববার সংবাদ সম্মেলনে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতৃবন্দ। ছবি : সংগৃহীত
জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে রায় ঘোষণা হবে সোমবার (১৭ নভেম্বর)। রায় ঘোষণার প্রতিবাদে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সারাদেশে লকডাউন ঘোষণা করেছে। ফলে সোমবার যানবাহন চলাচল নিয়ে অনেকের মধ্যে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
এ বিষয়ে রোববার (১৬ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ূন কবির খান জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনের মধ্যেও দেশে সব ধরনের যানবাহন স্বাভাবিকভাবে চলবে।
আরো পড়ুন : ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন
হুমায়ূন কবির বলেন, দেশের যোগাযোগব্যবস্থা সচল রাখতে পরিবহনমালিক ও শ্রমিকরা দায়িত্ব পালন করছেন। কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটলে তা প্রতিহত করা হবে। পাশাপাশি প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারাও আইনশৃঙ্খলা বজায় রাখা এবং দেশের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে নিবিড়ভাবে কাজ করছেন।
তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি বাধাগ্রস্ত করতে আওয়ামী লীগ লকডাউন ঘোষণা করেছে। ফেডারেশন এ কর্মসূচি ও নাশকতার তীব্র নিন্দা জানায় এবং ক্ষতিগ্রস্ত শ্রমিক ও মালিকদের জন্য সরকারের কাছে উপযুক্ত ক্ষতিপূরণ দাবি করে।
ফেডারেশন জানায়, গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির সময় সারাদেশে প্রায় ২০টি পরিবহনে আগুন দেওয়া হয়। ময়মনসিংহে একটি বাসে আগুন দিয়ে চালক জুলহাসকে হত্যা করা হয়। এর প্রতিবাদে পরিবহন শ্রমিকরা দেশজুড়ে বিক্ষোভ মিছিল করেছে।
