×

জাতীয়

বিদেশে কর্মী পাঠাতে বড় বাধা দালাল চক্র: প্রধান উপদেষ্টা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ০১:০৩ পিএম

বিদেশে কর্মী পাঠাতে বড় বাধা দালাল চক্র: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি : সংগৃহীত

বিদেশে শ্রমশক্তি রপ্তানির ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে দালাল চক্র, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, এই দালালরা কীভাবে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলছে, তা গ্রামেগঞ্জে গেলেই স্পষ্টভাবে বোঝা যায়।

বুধবার (১৭ ডিসেম্বর) আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস–২০২৫ উপলক্ষে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. ইউনূস বলেন, বিদেশে যাওয়ার প্রসঙ্গ এলেই একটি শব্দ ঘুরে ফিরে আসে—দালাল। এ বাস্তবতা থেকে এখনো বেরিয়ে আসার কার্যকর কোনো পথ তৈরি হয়নি। তিনি বলেন, কেউ আশা নিয়ে বসে থাকে ছেলেকে বা স্বামীকে বিদেশে পাঠাবে। সেই আশায় টাকা জোগাড় করে, কারও কাছ থেকে ধার নেয়, কখনো ব্যাংক থেকেও ঋণ নেয়। কিন্তু শেষ পর্যন্ত অনেক ক্ষেত্রেই তাদের ভাগ্যে জোটে প্রতারণা।

প্রধান উপদেষ্টা বলেন, দালাল সমস্যাকে ঘিরে যেসব উদ্যোগ নেওয়া হচ্ছে, তার বেশির ভাগই উপরের স্তরে সীমাবদ্ধ। এগুলো গুরুত্বপূর্ণ হলেও সমস্যার গভীরে প্রবেশ করা যাচ্ছে না। ফলে মূল সংকট থেকেই যাচ্ছে।

আরো পড়ুন : বন্ধ হচ্ছে ভারতীয় ভিসা সেন্টার

ড. ইউনূস বলেন, এই সমস্যা আরও কঠিন ও জটিল। এর সমাধানে যে মাত্রার প্রচেষ্টা প্রয়োজন, তা এখনো আমরা পুরোপুরি করতে পারিনি। তিনি উল্লেখ করেন, সরকারে আসার অনেক আগেই বিভিন্ন দিক থেকে এই সমস্যার সঙ্গে তার পরিচয় হয়েছে।

তিনি বলেন, বিশ্বজুড়ে এখন তারুণ্যের সংকট রয়েছে, অথচ বাংলাদেশ তারুণ্যের এক বিশাল খনি। এই তরুণ জনশক্তি সোনার চেয়েও মূল্যবান সম্পদ। তিনি বলেন, সারা পৃথিবীকেই বাংলাদেশের দিকে তাকাতে হবে, কারণ এত বিপুল তরুণ শ্রমশক্তি অন্য কোথাও নেই।

অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল প্রবাসীদের কল্যাণ নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। তিনি বলেন, প্রবাসীদের সুরক্ষা, অধিকার ও কল্যাণে সরকার নীতিগত ও বাস্তবমুখী উদ্যোগ গ্রহণ করছে।

অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল প্রবাসীদের কল্যাণে অন্তর্বর্তী সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব

নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব

প্রাথমিকে মেধা যাচাই পরীক্ষা স্থগিত

প্রাথমিকে মেধা যাচাই পরীক্ষা স্থগিত

আইপিএলে মুস্তাফিজের খেলার সময়সীমা নিয়ে যা জানা গেল

আইপিএলে মুস্তাফিজের খেলার সময়সীমা নিয়ে যা জানা গেল

হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম

হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App