হজ ও ওমরাহ গাইড
বের হয়েছে গাজী মুনছুর আজিজের নতুন বই
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৭ মে ২০২৪, ০৬:২১ পিএম
					বের হয়েছে গাজী মুনছুর আজিজের নতুন বই
বের হয়েছে গাজী মুনছুর আজিজের নতুন বই হজ ও ওমরাহ গাইড। প্রকাশ করেছে বাবাই পাবলিকেশন্স। প্রচ্ছদ করেছেন দেওয়ান আতিকুর রহমান। বইটিতে আছে, হজ ও ওমরাহর যাবতীয় তথ্য। এছাড়া আছে, মক্কা ও মদিনার বিভিন্ন ঐতিহাসিক ও দর্শনীয় স্থানের বর্ণনা। সঙ্গে রয়েছে মক্কা ও মদিনার প্রয়োজনীয় নানা তথ্য। লেখার পাশাপাশি মক্কা ও মদিনার বিভিন্ন ঐতিহাসিক ও দর্শনীয় স্থানের ছবিও আছে।
বইটি সম্পর্কে অভিমত দিয়েছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মিজানুর রহমান এবং হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) মহাসচিব ফারুক আহমদ সরদার। তাদের অভিমত, বাংলাদেশ থেকে যারা হজ বা ওমরাহ পালন করতে সৌদিআরব বা মক্কা-মদিনায় যাবেন, তাদের জন্য সহায়ক হিসেবে বইটি কাজে আসবে।
বইটির দাম ২৫০ টাকা। প্রাপ্তিস্থান আল-ইসলাম ব্রাদার্স, ১নং উত্তর গেট, দোকান-১, বায়তুল মোকাররম মসজিদ মার্কেট, ঢাকা। অনলাইনে রকমারি ডটকম এবং বাতিঘর ডটকমে পাওয়া যাবে।
	
																		
																	
																		
																	
																	
																	
																	
																	
																	
																	
																	
																	