শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের ভূমিকাতে সন্তুষ্ট যুক্তরাষ্ট্র

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ০১:১৩ পিএম

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি ; সংগৃহীত
আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি রক্ষায় পাকিস্তানের ভূমিকার উচ্ছ্বসিত প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। গত শুক্রবার (২৫ জুলাই) ওয়াশিংটন ডিসিতে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যে দ্বিপক্ষীয় এক গুরুত্বপূর্ণ বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। এ বৈঠকে পাকিস্তানের ‘গঠনমূলক ও ইতিবাচক ভূমিকা’কে স্বীকৃতি দেন মার্কো রুবিও।
দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে এটি ছিল প্রথম সরাসরি বৈঠক। এর আগে তারা টেলিফোনে কয়েকবার কথা বলেছেন। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা, বাণিজ্য, বিনিয়োগ, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও সন্ত্রাসবাদবিরোধী পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে ইসহাক দার বলেন, পাকিস্তান একটি পরমাণু শক্তিধর দেশ, তবে আমাদের মূলনীতি শান্তি। আমরা কোনো সংঘাত চাই না, বিশেষ করে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে। তিনি ভারতকে ইঙ্গিত করে বলেন, পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে বদনাম করতে এবং বিশ্বকে বিভ্রান্ত করতে ভারত বারবার সন্ত্রাসবাদের আশ্রয় নিচ্ছে।
আরো পড়ুন : টানা বৃষ্টিতে পাকিস্তানে ভয়াবহ বন্যা, মৃত্যু ২০০ ছাড়িয়েছে
ইসহাক দার পাকিস্তান-ভারত যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্র ও মিত্রদেশগুলোর মধ্যস্থতামূলক ভূমিকার কথাও উল্লেখ করেন। তিনি বলেন, এই প্রক্রিয়ায় প্রেসিডেন্ট ট্রাম্প, পররাষ্ট্রমন্ত্রী রুবিও ও তাদের টিমের ভূমিকায় আমরা কৃতজ্ঞ।
পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন জানায়, বৈঠকে মার্কো রুবিও পাকিস্তানের দীর্ঘদিনের শান্তি প্রচেষ্টাকে বৈশ্বিক ও আঞ্চলিক শান্তিতে অত্যন্ত ইতিবাচক বলে স্বীকৃতি দেন। তিনি বলেন, পাকিস্তান শান্তিরক্ষায় যে ভূমিকা রেখে আসছে, তা যুক্তরাষ্ট্রের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আলোচনায় দুই দেশের মধ্যে অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগ খাতে সহযোগিতা আরো বাড়ানোর বিষয়ে একমত হন দুই নেতা। ইসহাক দার বলেন, পাকিস্তান এখন আমেরিকান ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের জন্য অত্যন্ত সম্ভাবনাময় একটি গন্তব্য। আঞ্চলিক শান্তির বিষয়ে পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি প্রায় অভিন্ন।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ইরানকে ঘিরে চলমান আঞ্চলিক উত্তেজনা প্রশমনে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকা যুক্তরাষ্ট্র অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় পাকিস্তানের আগ্রহ ও প্রতিশ্রুতির জন্যও ধন্যবাদ জানিয়েছে ওয়াশিংটন।