ভোটের আনুপাতে হতে হবে সংসদের উচ্চ কক্ষ: নাহিদ

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১১:৩৭ এএম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত
সংসদের উচ্চ কক্ষ আসন সংখ্যার ভিত্তিতে নয়, জনগণের ভোটের আনুপাতিক হারে গঠনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। এই বিষয়ে ঐকমত্য না হলে ‘জুলাই সনদ’ স্বাক্ষরিত হবে কিনা তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন তিনি।
সোমবার (২৮ জুলাই) সকালে জামালপুরের ডাক বাংলোতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ১১ জনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপি’র কেন্দ্রীয় নেতারা। নিহতদের স্বজনদের খোঁজখবর নেন, আশ্বাস দেন সহায়তার। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নাহিদ ইসলাম বলেন, মৌলিক সংস্কারের রূপরেখা থাকতে হবে জুলাই সনদে। সংসদের উচ্চ কক্ষ জনগণের ভোটের আনুপাতিক হারে গঠিত হতে হবে, আসন সংখ্যার ভিত্তিতে নয়।
আরো পড়ুন : জুলাই গণহত্যা : তিন মামলায় ১৭ আসামি ট্রাইব্যুনালে
তিনি বলেন, এই বিষয়ে রাজনৈতিক দলগুলো ও সংশ্লিষ্টদের মধ্যে ঐকমত্য না হলে ‘জুলাই সনদ’ স্বাক্ষরের সম্ভাবনা অনিশ্চিত। আমরা আশা করি, এ নিয়ে দ্রুত ঐক্যমতে পৌঁছানো যাবে, তারপরই সনদে সই করার সিদ্ধান্ত হবে।
শহরের তমালতলা এলাকা থেকে বের হবে পদযাত্রা। বিভিন্ন সড়ক ঘুরে শেষ হবে ফৌজদারি এলাকায়। পরে সেখানে পথসভায় অংশ নেবেন কেন্দ্রীয় নেতারা। এরপর রওনা হবেন ময়মনসিংহের উদ্দেশে। এনসিপি’র জুলাই পদযাত্রার অংশ হিসেবে জামালপুরে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন কেন্দ্রীয় নেতারা।