টাঙ্গাইলে এনসিপির পদযাত্রা, নিরাপত্তায় ৯ শতাধিক পুলিশ

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ১০:২৯ এএম

ছবি : সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর জুলাই পদযাত্রা কর্মসূচিকে ঘিরে টাঙ্গাইলে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। শহরের গুরুত্বপূর্ণ সড়কজুড়ে ইতোমধ্যে ব্যানার, ফেস্টুন, তোরণে ছেয়ে গেছে পুরো এলাকা।
মঙ্গলবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় জেলা সদরের শামসুল হক তোরণ থেকে শুরু হবে পদযাত্রা। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নিরালামোড়ের কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হবে এই কর্মসূচি। আয়োজকরা জানিয়েছেন, এতে ২০-২৫ হাজার মানুষের সমাগম ঘটতে পারে বলে আশা করছেন তারা।
পদযাত্রায় অংশ নিতে সোমবার রাতেই টাঙ্গাইলে পৌঁছেছেন এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী। শহরে এসে প্রথমে তারা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেন। এরপর ভাসানী দরবার হলে স্থানীয় কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন নেতারা।
আরো পড়ুন : এনসিপির ব্যানার ব্যবহার করে অনেকে চাঁদাবাজিতে যুক্ত হচ্ছেন: হাসনাত আবদুল্লাহ
পদযাত্রায় যোগ দিতে মঙ্গলবার আরো আসবেন এনসিপির শীর্ষস্থানীয় নেতারা। এর মধ্যে রয়েছেন সারজিস আলম (উত্তরাঞ্চল), হাসনাত আব্দুল্লাহ (দক্ষিণাঞ্চল), সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, সিনিয়র সদস্য সচিব সারোয়ার নিভা ও ডা. তাজনুভা জাবিন।
উত্তরাঞ্চলের সংগঠক আজাদ খান ভাসানী বলেন, জুলাই অভ্যুত্থানের অগ্রনায়করা বিপ্লবী টাঙ্গাইলের মাটিকে আবারও গর্জে উঠতে প্রেরণা জোগাবেন। নিরালা মোড় শুধু একটি স্থান নয়—এটি ২০২৪ সালের ফ্যাসীবাদ বিরোধী আন্দোলনের জ্বলন্ত স্মৃতি। এবারও নতুন ইতিহাস রচিত হবে।
পুলিশ সুপার মিজানুর রহমান জানিয়েছেন, পদযাত্রাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জেলার বিভিন্ন পয়েন্টে এপিবিএন পুলিশের ৭০ জনসহ মোট ৯ শতাধিক পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানান তিনি।