×

অন্যান্য

কক্সবাজারে এনসিপির ৪ শীর্ষ নেতা, পিটার হাসের সঙ্গে বৈঠকের গুঞ্জন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ০৩:১৪ পিএম

কক্সবাজারে এনসিপির ৪ শীর্ষ নেতা, পিটার হাসের সঙ্গে বৈঠকের গুঞ্জন

ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার শীর্ষ নেতা হঠাৎ করেই কক্সবাজারে পৌঁছেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সফর ঘিরে তৈরি হয়েছে ব্যাপক গুঞ্জন। দাবি করা হচ্ছে, তারা সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে গোপন বৈঠক করতে সেখানে গেছেন।

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কক্সবাজারে পৌঁছান এনসিপির এই চার নেতা- তাসনিম জারা, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম ও নাসির উদ্দিন পাটোয়ারী।

বর্তমানে তারা কক্সবাজারের ইনানীতে অবস্থিত পাঁচতারকা হোটেল ‘সী পার্ল রিসোর্ট অ্যান্ড স্পা’ (রয়েল টিউলিপ)-এ অবস্থান করছেন। হোটেলের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, এনসিপি নেতারা আগাম কোনো রুম বুকিং ছাড়াই মঙ্গলবার দুপুর ১২টার পর হোটেলে প্রবেশ করেন। বিষয়টি ছিল খুবই গোপনীয়।

আরো পড়ুন : রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

তবে পিটার হাসের উপস্থিতি নিয়ে হোটেল কর্তৃপক্ষ নিশ্চিত মন্তব্য করতে নারাজ। একজন কর্মকর্তা বলেন, পিটার হাস এখানে এখনো আসেননি কিংবা হয়তো এসেছেন, আমি নিশ্চিত নই। অপর এক কর্মকর্তা জানান, পিটার হাসের মতো একজনকে হোটেলে দেখা গেছে, তবে তিনি আদৌ তিনিই কিনা, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

এই বৈঠকটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যুতে হতে পারে বলে ধারণা করা হচ্ছে, যদিও বিষয়টি নিয়ে কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি।

অন্যদিকে, বিমানবন্দর সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, এনসিপির এই চার নেতা বিকেল সাড়ে ৩টার ফ্লাইটে কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে।

তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ ফোন ধরেননি। তবে এনসিপির একজন জ্যেষ্ঠ নেতা স্বীকার করেন, দলের ভেতরে পিটার হাসের সঙ্গে বৈঠক নিয়ে আলোচনা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২ দিন ভারী বৃষ্টির শঙ্কা, বাড়তে পারে ৪ বিভাগের নদীর পানি

২ দিন ভারী বৃষ্টির শঙ্কা, বাড়তে পারে ৪ বিভাগের নদীর পানি

প্রথম প্রেমে পড়েছেন? যেসব বিষয়ে নজর রাখবেন

প্রথম প্রেমে পড়েছেন? যেসব বিষয়ে নজর রাখবেন

এনসিপি ও জাতীয় লীগকে নিবন্ধন দিচ্ছে ইসি

এনসিপি ও জাতীয় লীগকে নিবন্ধন দিচ্ছে ইসি

কোথাও শেষ কোথাও শুরু, আকর্ষণ টাইমস স্কয়ায়

নিউইয়র্কে ৩৬টি শারদীয় দুর্গোৎসব কোথাও শেষ কোথাও শুরু, আকর্ষণ টাইমস স্কয়ায়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App