×

অন্যান্য

এনসিপি কিভাবে নির্বাচনে অংশ নেবে, জানালেন নাহিদ ইসলাম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ০৩:৫৩ পিএম

এনসিপি কিভাবে নির্বাচনে অংশ নেবে, জানালেন নাহিদ ইসলাম

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, আমরা জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় বিশ্বাস করি। যারা সেই আন্দোলনে আহত হয়েছেন, শহীদ হয়েছেন, তাদের ত্যাগের প্রতিদানই হবে একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়া।

বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ গাজী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। পরে তারা শহীদ গাজী সালাউদ্দিনের কবরেও ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

নাহিদ ইসলাম বলেন, গাজী সালাউদ্দিন ভাই ছিলেন জুলাই গণঅভ্যুত্থানের এক অকুতোভয় সৈনিক। আন্দোলনের সময় তিনি আহত হয়েছিলেন, তার গলায় স্প্লিন্টার ছিল, চোখ ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই অবস্থায়ও তিনি এতদিন বেঁচে ছিলেন। গত ২৬ অক্টোবর তিনি মারা যান। মৃত্যুর কয়েক দিন আগে আমরা জানতে পারি, তিনি বিএনপির কিছু কর্মীর দ্বারা হেনস্তার শিকার হয়েছিলেন।

আরো পড়ুন : বিএনপির কাছে ২০ আসন ও মন্ত্রিত্ব চায় এনসিপি

এনসিপির আহবায়ক বলেন, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এমন বহু জুলাই যোদ্ধা আছেন, যারা আহত হয়েছেন, চোখ হারিয়েছেন, শরীরে এখনো স্প্লিন্টার বহন করছেন। তারা আজও চিকিৎসার অভাবে কষ্ট পাচ্ছেন। রাষ্ট্রের দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো। এই পরিবারগুলোর আত্মত্যাগের কারণেই আমরা ফ্যাসিবাদকে পরাজিত করতে পেরেছি।

এনসিপি আহ্বায়ক অভিযোগ করেন, আহতদের চিকিৎসার দায়িত্ব ছিল অন্তর্বর্তীকালীন সরকারের। কিন্তু তারা সেটি পূর্ণভাবে পালন করতে পারেনি। এখনো অনেক আহত যোদ্ধা সুচিকিৎসার অভাবে মৃত্যুবরণ করছেন। আমরা সরকারের প্রতি আহ্বান জানাই—আহতদের দীর্ঘমেয়াদি চিকিৎসা, পুনর্বাসন ও সহায়তা নিশ্চিত করা হোক। শহীদ পরিবারের দায়িত্ব রাষ্ট্রীয়ভাবে গ্রহণ করতে হবে।

তিনি বলেন, গাজী সালাউদ্দিন ভাইয়ের দুটি সন্তান ও অসুস্থ স্ত্রী রয়েছেন। তাদের পাশে রাষ্ট্রকে দাঁড়াতে হবে। নির্বাচনের ডামাডোলে যেন আমরা এই পরিবারগুলোর কথা ভুলে না যাই। পরবর্তী সরকার যেই আসুক, এই সহায়তা ও চিকিৎসা অব্যাহত রাখার প্রতিশ্রুতি থাকতে হবে।

প্রসঙ্গত, গত বছরের জুলাই মাসে বৈষম্যবিরোধী আন্দোলনে নারায়ণগঞ্জে সংঘর্ষে গুরুতর আহত হন গাজী সালাউদ্দিন। তিনি পরে চক্ষু ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় এক চোখের দৃষ্টি হারান। দীর্ঘ সময় ধরে শারীরিক জটিলতায় ভুগে চলতি বছরের ২৬ অক্টোবর রাতে নারায়ণগঞ্জ খানপুর ৩০০ শয্যা হাসপাতালে মৃত্যুবরণ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অতিথি শেখ হাসিনাকে ভারত কি ধীরে ধীরে 'আনলক' করতে দিচ্ছে?

অতিথি শেখ হাসিনাকে ভারত কি ধীরে ধীরে 'আনলক' করতে দিচ্ছে?

এনসিপির সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রকাশ কবে, জানালেন নাহিদ ইসলাম

এনসিপির সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রকাশ কবে, জানালেন নাহিদ ইসলাম

টেকনাফে ব্রিজের নিচে মিলল বিএনপি নেতার মরদেহ

টেকনাফে ব্রিজের নিচে মিলল বিএনপি নেতার মরদেহ

নির্বাচন হলে দেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল হবে : সেনাসদর

নির্বাচন হলে দেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল হবে : সেনাসদর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App