×

রাজনীতি

আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পিত চেষ্টা চলছে: নাহিদ ইসলাম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৪:২৭ পিএম

আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পিত চেষ্টা চলছে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করে বলেছেন, আওয়ামী লীগকে আবার রাজনীতির মাঠে ফিরিয়ে আনার একটি পরিকল্পিত স্বাভাবিকীকরণ প্রক্রিয়া দৃশ্যমান হচ্ছে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে আওয়ামীপন্থী শিক্ষকদের গোপন বৈঠক, আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, টক শোতে আওয়ামীপন্থী বুদ্ধিজীবীদের উপস্থিতি এবং ভোটের মাঠে জাতীয় পার্টিকে প্রস্তুত করার উদ্যোগ—সব মিলিয়ে এটি আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের একটি সুসংগঠিত আয়োজন।

শনিবার (১৩ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে রাজধানীর যমুনার সামনে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে প্রধান উপদেষ্টা তিনটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনা করেছেন। সেখানে সবাই একত্রে বসে আলোচনা করেছেন—কীভাবে এই পরিস্থিতি মোকাবিলা করা যায় এবং ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য কীভাবে অটুট রাখা যায়।

নাহিদ ইসলাম বলেন, নির্বাচনে আমরা পরস্পরের প্রতিদ্বন্দ্বী হব, রাজনৈতিক বক্তব্যও দেব। কিন্তু সেটি যেন কোনোভাবেই সীমা অতিক্রম না করে এবং আওয়ামী লীগকে সুযোগ করে না দেয়—এই বিষয়ে আমরা সবাই একমত হয়েছি।

আরো পড়ুন : জুলাই অভ্যুত্থান নস্যাৎ করার সব প্রচেষ্টার বিরুদ্ধে দলগুলো ঐক্যবদ্ধ

এ সময় তিনি উল্লেখ করেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরে গুলি করার ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়।

এনসিপির এই নেতা বলেন, এটি আওয়ামী লীগ যে ষড়যন্ত্রের ছক নির্বাচনকে ঘিরে আঁকছে, তারই একটি সূচনা। আওয়ামী লীগকে শুধু রাজনৈতিকভাবে নয়, প্রশাসনিকভাবেও মোকাবিলা করতে হবে। একই সঙ্গে যারা বুদ্ধিবৃত্তিকভাবে আওয়ামী লীগকে রাজনীতির মাঠে ফেরানোর চেষ্টা করছে, তাদের বিরুদ্ধেও সব দলকে সক্রিয় হতে হবে।

তিনি বলেন, আদালত প্রাঙ্গণে কীভাবে জামিন হচ্ছে, সেই প্রশ্নও উঠছে। অনেক আইনজীবী কোনো না কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, মিডিয়া হাউসগুলোরও রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে—এ কথা উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, এসব বিষয়ে সব রাজনৈতিক দলকে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। এনসিপি জাতীয় ঐক্য ধরে রাখতে সর্বাত্মকভাবে কাজ করবে বলেও জানান তিনি।

নাহিদ ইসলাম বলেন, বৈঠকে প্রধান উপদেষ্টাকে তারা স্পষ্টভাবে জানিয়েছেন, সরকারকে আরো কঠোর হতে হবে। নির্বাচন কমিশনের ওপর আস্থা তৈরি করতে হবে, যাতে সব প্রার্থী ও রাজনৈতিক শক্তির নিরাপত্তা নিশ্চিত করা যায়। পাশাপাশি ওসমান হাদি হত্যাচেষ্টায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি। শুধু সরাসরি জড়িতরা নয়, এই ষড়যন্ত্রের নেপথ্যে থাকা আওয়ামী লীগ সংশ্লিষ্টদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

ভারতের ভূমিকা নিয়েও গুরুতর অভিযোগ করেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, দিল্লিতে বসেই আওয়ামী লীগ এসব পরিকল্পনা করছে। ভারত সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ মদদ ছাড়া আওয়ামী লীগের পক্ষে এ ধরনের কর্মকাণ্ড সম্ভব নয়। তিনি দাবি করেন, অতীতেও ভারত আওয়ামী লীগকে অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে সহায়তা করেছে এবং বাংলাদেশের রাজনীতিতে ধারাবাহিকভাবে হস্তক্ষেপ করেছে।

নাহিদ ইসলাম আরো বলেন, ভারত সরকার একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত গণহত্যাকারীকে আশ্রয় দিয়ে নৈতিক অপরাধ করেছে এবং এখন বাংলাদেশকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগকে সহায়তা করছে। এ বিষয়ে ভারত সরকার ও বাংলাদেশে নিযুক্ত ভারতীয় দূতাবাসকে জবাবদিহির আওতায় আনার দাবি জানান তিনি।

তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাইলে ভারত সরকারকে এ ধরনের হস্তক্ষেপ বন্ধ করতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইডিইবিতে ইউনেট বাংলাদেশ গেমিং ও ইস্পোর্টস সামিট ২০২৫ অনুষ্ঠিত

আইডিইবিতে ইউনেট বাংলাদেশ গেমিং ও ইস্পোর্টস সামিট ২০২৫ অনুষ্ঠিত

জেসিআই বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট আরেফিন রাফি

জেসিআই বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট আরেফিন রাফি

যারা দুর্নীতিগ্রস্ত তাদের হৃদয় থেকে দুর্নীতির ধারণা মুছে যাক: এসিএম সভাপতি

যারা দুর্নীতিগ্রস্ত তাদের হৃদয় থেকে দুর্নীতির ধারণা মুছে যাক: এসিএম সভাপতি

সিলেটের গোলাপগঞ্জের নতুন ইউএনওকে হত্যার হুমকি

সিলেটের গোলাপগঞ্জের নতুন ইউএনওকে হত্যার হুমকি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App