×

প্রবাস

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানায় পূর্ণাঙ্গ ব্যাংকের অনুমোদন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ০৮:৩০ এএম

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানায় পূর্ণাঙ্গ ব্যাংকের অনুমোদন

সিআইপি মুহাম্মদ কাদের এবং বেঙ্গল ফেডারেল ক্রেডিট ইউনিয়ন ব্যাংকের লোগো। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি প্রবাসীদের স্বপ্ন পূরণের পথে বড় মাইলফলক ছুঁয়েছে কুমিল্লার সন্তান ও সিআইপি মুহাম্মদ কাদের। ‘বেঙ্গল ফেডারেল ক্রেডিট ইউনিয়ন’ (বিএফসিইইউ) নামের পূর্ণাঙ্গ ব্যাংকের অনুমোদন দিয়েছে ন্যাশনাল ক্রেডিট ইউনিয়ন অ্যাডমিনিস্ট্রেশন (এনসিইউএ)।

গত ৪ আগস্ট পাওয়া এই অনুমোদনের মাধ্যমে বাংলাদেশি মালিকানায় প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে একটি পূর্ণাঙ্গ ব্যাংকের যাত্রা শুরু হতে যাচ্ছে।

নিউইয়র্ক স্টেটে পাঁচটি শাখার মাধ্যমে ব্যাংকের কার্যক্রম শুরু হবে শীঘ্রই। কুইন্সের জ্যামাইকাতে প্রতিষ্ঠিত হবে এর সদর দফতর, এবং কুইন্স, ব্রুকলিন ও ব্রঙ্কসে শাখা খোলা হবে। সব শাখাই বাংলা ভাষাভাষী ব্যবস্থাপক ও কর্মচারী দ্বারা পরিচালিত হবে, যাতে প্রবাসীরা নিজ ভাষায় সব ধরনের ব্যাংকিং সুবিধা পান।

ব্যাংকের মালিক মুহাম্মদ কাদের সিআইপি ওয়ালস্ট্রিটে ব্যবসায়ী হিসেবে সুপরিচিত এবং নিউইয়র্কের ‘অল কাউন্টি হোমকেয়ার’ গ্রুপের প্রেসিডেন্ট ও সিইও। তিনি বলেন, এটি শুধু আমার সাফল্য নয়, পুরো বাংলাদেশি কমিউনিটির বিজয়। আমরা প্রমাণ করেছি যে, প্রতিযোগিতামূলক সমাজেও বাংলাদেশি আমেরিকানরা মর্যাদার আসনে পৌঁছাতে সক্ষম।

আরো পড়ুন : আট উপদেষ্টার দুর্নীতি নিয়ে সাবেক সচিবের অভিযোগ ভিত্তিহীন: মন্ত্রিপরিষদ সচিব

‘বেঙ্গল ফেডারেল ক্রেডিট ইউনিয়ন’-এর স্লোগান- আমাদের ব্যাংক, আমাদের ভবিষ্যৎ। এখানে চেকিং অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট, বাড়ি ও গাড়ি ক্রয়ের ঋণ, ক্রেডিট কার্ড, মানি ট্রান্সফারসহ আধুনিক ব্যাংকিং সুবিধা থাকবে। ইতোমধ্যে সদস্য সংগ্রহ শুরু হয়েছে এবং শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে ‘ফাউন্ডার মেম্বার’ হওয়ার নিয়ম ঘোষণা করা হবে। পরিকল্পনা অনুযায়ী, ৫০০ প্রবাসীকে মাথাপিছু এক হাজার ডলার বিনিয়োগে প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে যুক্ত করা হবে।

কয়েক সপ্তাহ আগে মুহাম্মদ কাদের প্রথম বাংলাদেশি-আমেরিকান হিসেবে যুক্তরাষ্ট্রে ‘বিজনেস এলিট ফোরটি আন্ডার ফোরটি’ পুরস্কার অর্জন করেন, যা বিশ্বব্যাপী ৪০ বছরের নিচের অসাধারণ তরুণ উদ্যোক্তাদের দেওয়া হয়।

এছাড়াও, কয়েক বছর আগে যুক্তরাষ্ট্রে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের মালিকানা পেয়েছেন কুমিল্লার অপর উদ্যমী-মেধাবি সন্তান ইঞ্জিনিয়ার আবুবকর হানিফ। রাজধানী ওয়াশিংটন ডিসি সংলগ্ন ভার্জিনিয়ায় অবস্থিত এই শিক্ষা প্রতিষ্ঠানের নাম ‘ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩৩টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম কমলো

৩৩টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম কমলো

ভোটার তালিকা হালনাগাদের সম্পূরক তালিকা প্রকাশ

ভোটার তালিকা হালনাগাদের সম্পূরক তালিকা প্রকাশ

ভোটকেন্দ্র নিরাপত্তায় পুলিশের জন্য আসছে ৪০ হাজার বডিক্যাম

জাতীয় নির্বাচন ভোটকেন্দ্র নিরাপত্তায় পুলিশের জন্য আসছে ৪০ হাজার বডিক্যাম

এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ

এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App