বাসচাপায় ভ্যানের দুই যাত্রী নিহত, চালক-হেলপার পলাতক

নাটোর প্রতিনিধি
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ১১:৪৯ এএম

ছবি : সংগৃহীত
নাটোরে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোজাম্মেল হোসেন ও আখতার মৃধা নামের দুই ভ্যানযাত্রী নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ১১টার দিকে সিংড়া উপজেলার নাটোর–বগুড়া মহাসড়কের খেজুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোজাম্মেল হোসেন বড় বারইহাটি গ্রামের খয়রুদ্দিনের ছেলে এবং আখতার মৃধা একই এলাকার আবু তাহেরের ছেলে।
এ ঘটনায় জান্নাত পরিবহনের বাসটি জব্দ করেছে পুলিশ। তবে বাসের চালক ও সহকারীকে এখনো আটক করা সম্ভব হয়নি।
আরো পড়ুন : পাবনায় দুই পক্ষের সংঘর্ষে যুবদল নেতা নিহত
নাটোরের ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান জানান, দুর্ঘটনার সময় আখতার ও মোজাম্মেল খেজুরতলা জুট মিলে শ্রমিকদের নামিয়ে দিয়ে ভ্যানে করে বাড়ি ফিরছিলেন। এ সময় বগুড়া থেকে নাটোরগামী যাত্রীবাহী বাসটি তাদের ধাক্কা দেয়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠায়। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাদের মৃত্যু হয়েছে।
এদিকে দুর্ঘটনায় পালিয়ে যাওয়া বাসটি নাটোরের বড়াইগ্রাম উপজেলার রাজাপুর থেকে জব্দ করেছে হাইওয়ে পুলিশ। তবে চালক ও হেলপার পলাতক রয়েছেন। তাদের আটকের জন্য অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।