×

রাজশাহী

পাবনায় কোর্ট চত্বরে নারী আইনজীবীকে হত্যার হুমকি, থানায় জিডি

Icon

পলাশ হোসেন, পাবনা থেকে

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ০২:১৯ পিএম

পাবনায় কোর্ট চত্বরে নারী আইনজীবীকে হত্যার হুমকি, থানায় জিডি

অ্যাডভোকেট মায়া আক্তার। ছবি : ভোরের কাগজ

পাবনায় অ্যাডভোকেট মায়া আক্তারকে কোর্ট প্রাঙ্গণে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়েছেন মামলার এক আসামি। গত মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর ১টার দিকে জজ কোর্ট চত্বরে এ ঘটনা ঘটে। এ নিয়ে গত বুধবার (৩ ডিসেম্বর) রাতে পাবনা সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি নং–১৭৮) করেছেন তিনি।

অ্যাডভোকেট মায়া আক্তার জানান, পাবনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত–৩ এ তিনি বাদী হয়ে একটি মামলা দায়ের করলে আদালত সেটি এজাহার হিসেবে গ্রহণ করেন। মামলাটির নম্বর জি.আর ১২৫/২০২৫ (সুজানগর), যা বর্তমানে বিচারাধীন।

তিনি জানান, ওই মামলার এজাহারভুক্ত আসামি বাবলু হালদার (৪৫), পিতা মৃত সুভল হালদার, গ্রাম ফকিতপুর সাতবাড়ীয়া, থানা সুজানগর, গত মঙ্গলবার আদালতে হাজির হয়ে জামিনে মুক্তি পাওয়ার পরপরই কোর্ট চত্বরে তাকে লক্ষ্য করে গালিগালাজ ও হত্যার হুমকি দেন। এ সময় বাবলুর সঙ্গে আরও দুইজন অজ্ঞাত ব্যক্তি ছিলেন বলে অভিযোগ করেন তিনি।

ঘটনার পর থেকে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান অ্যাডভোকেট মায়া আক্তার।

পাবনা সদর থানার ওসি (তদন্ত) মনিরুজ্জামান মনির জিডির বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রহসনের নির্বাচন থেকে বেরিয়ে আসার সময় এসেছে

পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে প্রধান উপদেষ্টা প্রহসনের নির্বাচন থেকে বেরিয়ে আসার সময় এসেছে

খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি

খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি

পাবনায় কোর্ট চত্বরে নারী আইনজীবীকে হত্যার হুমকি, থানায় জিডি

পাবনায় কোর্ট চত্বরে নারী আইনজীবীকে হত্যার হুমকি, থানায় জিডি

সরকারের শেষ সময়ে দাবির হিড়িক

সরকারের শেষ সময়ে দাবির হিড়িক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App