তেঁতুলিয়ায় ১ সপ্তাহ ধরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ১১:৪৪ এএম
ছবি : সংগৃহীত
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এক সপ্তাহ ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হচ্ছে। হিমালয় পাদদেশীয় এই জেলায় টানা দশ দিন ধরে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে অবস্থান করায় পুরো এলাকা মাঝারি ও মৃদু শৈত্যপ্রবাহের কবলে পড়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ এবং বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার। ভোর থেকে ঘন কুয়াশায় মাঠ-ঘাট ঢাকা থাকলেও সকাল গড়ানোর সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মেলে। তবে ঝলমলে রোদ থাকলেও তাপের তেমন অনুভূতি ছিল না। ঠান্ডা বাতাসে শীতের দাপট অব্যাহত রয়েছে।
এর আগে বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন বাতাসের আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার। দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ ডিগ্রি সেলসিয়াস।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) একই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, তখন বাতাসের আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, সোমবার (১২ জানুয়ারি) তেঁতুলিয়ায় তাপমাত্রা ছিল ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, রোববার (১১ জানুয়ারি) তা নেমে আসে ৭ দশমিক ৩ ডিগ্রিতে।
শনিবার (১০ জানুয়ারি) সকালে তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। চলতি শীত মৌসুমে শুক্রবার (৯ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, গত কয়েক দিন ধরে এখানে তাপমাত্রার ওঠানামা চলছে। এক সপ্তাহ ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হচ্ছে তেঁতুলিয়ায়। টানা দশ দিন ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা থাকায় মাঝারি ও মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছে, যা আগামী কয়েক দিনও অব্যাহত থাকতে পারে।
