×

মধ্যপ্রাচ্য

গ্রেপ্তার বিক্ষোভকারী সোলতানির মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ১০:২৬ এএম

গ্রেপ্তার বিক্ষোভকারী সোলতানির মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান

ছবি : সংগৃহীত

ইরানের সরকারবিরোধী আন্দোলনে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত তরুণ এরফান সোলতানির ফাঁসি কার্যকর আপাতত স্থগিত করেছে দেশটির কর্তৃপক্ষ। সোলতানির পরিবার ও নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা হেনগাও-এর বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

২৬ বছর বয়সী এরফান সোলতানি পেশায় একজন দোকান ব্যবসায়ী। তিনি রাজধানী তেহরানের উপকণ্ঠে কারাজ এলাকায় বসবাস করতেন। সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে গত ৮ জানুয়ারি নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর মাত্র তিন দিনের বিচারিক প্রক্রিয়া শেষে তাকে ফাঁসির দণ্ড দেওয়া হয়।

আদালতের শুনানিতে সোলতানির পরিবারের কোনো সদস্য কিংবা ঘনিষ্ঠ স্বজনকে উপস্থিত থাকতে দেওয়া হয়নি। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের তথ্য অনুযায়ী, সোলতানির বোন একজন নিবন্ধিত ও পেশাদার আইনজীবী হলেও তাকেও আদালতে উপস্থিত থাকতে দেওয়া হয়নি। বুধবার তার মৃত্যুদণ্ড কার্যকরের দিন নির্ধারিত ছিল।

সোলতানির এক আত্মীয় সোমায়েহ সিএনএনকে বলেন, ‘আমরা জেনেছি তার দণ্ড কার্যকর হয়নি। তবে দণ্ড পুরোপুরি বাতিল হয়েছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাইনি। আমরা অপেক্ষায় আছি।’

এরপর মানবাধিকার সংস্থা হেনগাও এক প্রতিবেদনে নিশ্চিত করে যে এরফান সোলতানির মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত করা হয়েছে।

এদিকে, বুধবার ওয়াশিংটনে হোয়াইট হাউসে এক মতবিনিময় সভায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানে বিক্ষোভকারীদের হত্যাকাণ্ড বন্ধ হয়েছে এবং আটক বা গ্রেপ্তার ব্যক্তিদের মৃত্যুদণ্ড কার্যকরের পরিকল্পনাও স্থগিত রাখা হয়েছে। তিনি দাবি করেন, নির্ভরযোগ্য সূত্র থেকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে।

ট্রাম্পের ওই বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই এরফান সোলতানির মৃত্যুদণ্ড স্থগিতের খবর প্রকাশ্যে আসে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নাজমুলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল বিসিবি

নাজমুলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল বিসিবি

তেঁতুলিয়ায় ১ সপ্তাহ ধরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

তেঁতুলিয়ায় ১ সপ্তাহ ধরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

ইরানের আকাশসীমা বন্ধ ঘোষণা

ইরানের আকাশসীমা বন্ধ ঘোষণা

পরিচালকের মন্তব্যে ক্ষুব্ধ ক্রিকেটাররা, পদত্যাগ না করলে ক্রিকেট বয়কটের হুমকি

পরিচালকের মন্তব্যে ক্ষুব্ধ ক্রিকেটাররা, পদত্যাগ না করলে ক্রিকেট বয়কটের হুমকি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App