×

রাশিয়া

৪৯ আরোহীসহ রুশ বিমান বিধ্বস্ত, সব যাত্রী নিহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ০২:৪৮ পিএম

৪৯ আরোহীসহ রুশ বিমান বিধ্বস্ত, সব যাত্রী নিহত

নিখোঁজ বিমানটি দেশটির দূর প্রাচ্যের আমুর অঞ্চলে বিধ্বস্ত অবস্থায় পাওয়া গেছে। ছবি : সংগৃহীত

রাশিয়ায় ৪৯ জন আরোহীসহ নিখোঁজ একটি বিমান দেশটির দূর প্রাচ্যের আমুর অঞ্চলে বিধ্বস্ত অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে নিখোঁজের পর ব্যাপক তল্লাশি অভিযান শুরু করে দেশটি। পরে আমুর অঞ্চলের একটি বনে এটি বিধ্বস্ত অবস্থায় পাওয়া গেছে। খবর তাসের।

তবে, উদ্ধার কর্মীরা জানান, কারো বেঁচে থাকার সম্ভাবনা নেই। কারণ বিধ্বস্ত হওয়ার পরই এতে আগুন ধরে যায়। ধুঁয়ার কুণ্ডুলী দেখে উদ্ধারকর্মীরা সেখানে গিয়ে বিধ্বস্ত বিমানটি দেখতে পান।

স্থানীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার সকালে আকাশপথ নিয়ন্ত্রণকারী সংস্থাগুলো আন-২৪ মডেলের ওই বিমানের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে। 

বিমানটি সাইবেরিয়াভিত্তিক ‘আঙ্গারা’ এয়ারলাইন্সের বলে নিশ্চিত করেছে রাশিয়ার জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়। বিমানটিতে ৫ শিশুসহ ৪৩ জন যাত্রী ও ৬ জন ক্রু ছিলেন।

বিমানটি চীন সীমান্তঘেঁষা টাইন্দা শহরের দিকে যাচ্ছিল। গন্তব্যে পৌঁছানোর আগেই এটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়।

আমুর অঞ্চলের গভর্নর ভ্যাসিলি অরলোভ এক বিবৃতিতে জানান, বিমানটি খোঁজার জন্য প্রয়োজনীয় সব ধরনের উদ্ধার ও অনুসন্ধান দল মোতায়েন করা হয়েছে।

তবে রাশিয়ার জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের হিসাবে যাত্রী সংখ্যা প্রায় ৪০ জন।

এদিকে বিমানটি নিখোঁজ হওয়ার পর বিমানবন্দর, উদ্ধারকারী দল ও সামরিক বাহিনীর হেলিকপ্টার দিয়ে তল্লাশি শুরু হয়। পরে বনের ভিতর থেকে ধুঁয়ার কুণ্ডুলী দেখে বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া যায়।

আন-২৪ মডেলের এই ধরনের বিমান সাধারণত আঞ্চলিক রুটে ব্যবহার হয়, তবে এগুলোর নিরাপত্তা নিয়ে আগে থেকেও প্রশ্ন উঠেছে। 

বিশেষ করে দূরপ্রাচ্যের প্রত্যন্ত এলাকায় খারাপ আবহাওয়া ও দুর্বল ন্যাভিগেশন ব্যবস্থার কারণে বিমান চলাচল বেশ ঝুঁকিপূর্ণ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাস্ট ওয়েট, কিছুদিনের মধ্যেই নির্বাচনের ঘোষণা শুনবেন: আসিফ নজরুল

জাস্ট ওয়েট, কিছুদিনের মধ্যেই নির্বাচনের ঘোষণা শুনবেন: আসিফ নজরুল

নতুন মুদ্রানীতি ঘোষণা, নীতি সুদহার অপরিবর্তিত

নতুন মুদ্রানীতি ঘোষণা, নীতি সুদহার অপরিবর্তিত

খালেদা জিয়ার কণ্ঠ নকল করে চাঁদাবাজি, সাড়ে ৫ কোটি টাকা ফ্রিজ

খালেদা জিয়ার কণ্ঠ নকল করে চাঁদাবাজি, সাড়ে ৫ কোটি টাকা ফ্রিজ

এয়ারটেল নিয়ে এলো টানা ৫ দিনের বিশেষ লাকি আওয়ার অফার

এয়ারটেল নিয়ে এলো টানা ৫ দিনের বিশেষ লাকি আওয়ার অফার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App