×

রাশিয়া

সব ক্ষেত্রে ইরানের সঙ্গে সম্পর্ক জোরদার করতে প্রস্তুত রাশিয়া

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ১২:০৬ পিএম

সব ক্ষেত্রে ইরানের সঙ্গে সম্পর্ক জোরদার করতে প্রস্তুত রাশিয়া

ছবি : সংগৃহীত

ইরানের সঙ্গে রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত সব ক্ষেত্রে সম্পর্ক আরো জোরদারে প্রস্তুতির কথা জানিয়েছে রাশিয়া। সোমবার (২১ অক্টোবর) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এক বিবৃতিতে এই অবস্থান জানান।

পেসকভ বলেন, রাশিয়া নিঃসন্দেহে ইরানের সঙ্গে সবক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী। ইরান আমাদের গুরুত্বপূর্ণ অংশীদার, এবং দুই দেশের সম্পর্ক ইতিবাচক ও দ্রুতগতিতে এগোচ্ছে।

তিনি পশ্চিমা দেশগুলোর সমালোচনা করে বলেন, ইউরোপীয় রাষ্ট্রগুলো ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে অযথা চাপ সৃষ্টি করছে, যার ফলে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে।

মস্কো আগেও তেহরানের প্রতি সমর্থন জানিয়েছিল। চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথভাবে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার তীব্র নিন্দা জানায় রাশিয়া। তেহরান দাবি করে, তাদের পারমাণবিক কর্মসূচি কেবল শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে এবং তারা কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করছে না।

এদিনই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ দূত তেহরানে গিয়ে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলি লারিজানির সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। এর আগে মাত্র এক সপ্তাহ আগে লারিজানি মস্কো সফরে গিয়ে পুতিনের হাতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বার্তা পৌঁছে দেন।

চলতি বছরের জানুয়ারিতে পুতিন ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দুই দেশের মধ্যে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেন। যদিও ওই চুক্তিতে কোনো প্রতিরক্ষা সংক্রান্ত ধারা অন্তর্ভুক্ত হয়নি।

রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, তারা আইনসম্মত উপায়ে ইরানকে সামরিক সরঞ্জাম সরবরাহ করছে। অপরদিকে, ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য ইরান রাশিয়াকে ড্রোন সরবরাহ করেছে বলে ধারণা করা হয়।

এছাড়া গত মাসে রুশ রাষ্ট্রীয় পারমাণবিক জ্বালানি সংস্থা ‘রোসাটম’ ইরানের সঙ্গে ২৫ বিলিয়ন ডলারের একটি বড় চুক্তি করেছে। এর আওতায় ইরানে চারটি নতুন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মিত হবে। বর্তমানে বিদ্যুৎ সংকটে থাকা ইরানের একমাত্র সক্রিয় পারমাণবিক কেন্দ্রটি দক্ষিণাঞ্চলীয় বুশেহর শহরে অবস্থিত, যা রাশিয়াই নির্মাণ করেছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইলিশের বদলে কারাবাসে মৃত্যুর স্বাদ নিলেন মজিবর

ইলিশের বদলে কারাবাসে মৃত্যুর স্বাদ নিলেন মজিবর

চোখে চিপ বসিয়ে দেখতে পাচ্ছেন দৃষ্টিহীনেরা

চোখে চিপ বসিয়ে দেখতে পাচ্ছেন দৃষ্টিহীনেরা

নির্বাচনে এআই অপব্যবহার ঠেকাতে নজরদারি সেল গঠন করবে ইসি

নির্বাচনে এআই অপব্যবহার ঠেকাতে নজরদারি সেল গঠন করবে ইসি

প্রধান উপদেষ্টাকে ফাইল ছেড়ে দিতে বললেন সারজিস

প্রধান উপদেষ্টাকে ফাইল ছেড়ে দিতে বললেন সারজিস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App