×

দক্ষিণ আমেরিকা

নিরাপত্তা ঝুঁকিতে ভেনেজুয়েলার আকাশসীমা, ফ্লাইট বাতিলের হিড়িক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ১০:২৯ এএম

নিরাপত্তা ঝুঁকিতে ভেনেজুয়েলার আকাশসীমা, ফ্লাইট বাতিলের হিড়িক

নিরাপত্তা ঝুঁকি বাড়ার দেশটি থেকে বেশ কয়েকটি আন্তর্জাতিক এয়ারলাইন্স তাদের ফ্লাইট বাতিল করেছে। ছবি : সংগৃহীত

ভেনেজুয়েলার আকাশপথে নিরাপত্তা ঝুঁকি বাড়ার সতর্কতা দেওয়ার একদিন পরই দেশটি থেকে বেশ কয়েকটি আন্তর্জাতিক এয়ারলাইন্স তাদের ফ্লাইট বাতিল করেছে। একই সময়ে ভেনেজুয়েলাকে কেন্দ্র করে নতুন ধরনের অভিযানের প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার (২৩ নভেম্বর) টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইটরাডার২৪ এবং সিমন বলিভার মাইকেটিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের তথ্য অনুযায়ী, শনিবার কারাকাস থেকে ফ্লাইট বাতিল করেছে ব্রাজিলের গোল, কলম্বিয়ার অ্যাভিয়াঙ্কা, চিলির লাতাম, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর ক্যারিবিয়ান এয়ারলাইনস ও ট্যাপ এয়ার পর্তুগাল।

কলম্বিয়ার বিমান নিয়ন্ত্রক সংস্থা অ্যারোনটিকা সিভিল জানায়, মাইকেটিয়া এলাকার নিরাপত্তা পরিস্থিতির অবনতি ও সামরিক তৎপরতা বৃদ্ধির কারণে সেখানে ফ্লাইট পরিচালনায় সম্ভাব্য ঝুঁকি তৈরি হয়েছে।

ট্যাপ এয়ার পর্তুগালও জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বিমান কর্তৃপক্ষের তথ্য বিশ্লেষণে দেখা গেছে ভেনেজুয়েলার আকাশসীমায় প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না। এ কারণে তারা শনিবার ও আসন্ন মঙ্গলবারের ফ্লাইট বাতিল করেছে।

স্পেনের আইবেরিয়া জানিয়েছে, সোমবার থেকে তারা কারাকাস রুট সাময়িকভাবে বন্ধ রাখবে। তবে শনিবার কারাকাস-টু-মাদ্রিদ নির্ধারিত ফ্লাইট স্বাভাবিকভাবেই পরিচালিত হয়েছে। প্রতিষ্ঠানটির মুখপাত্র বলেন, পরিস্থিতির উন্নতি হলে ফ্লাইট পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হবে।

অন্যদিকে কোপা এয়ারলাইন্স ও উইঙ্গো মাইকেটিয়া থেকে তাদের নির্ধারিত ফ্লাইট চালু রেখেছে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) সতর্কবার্তায় জানায়, ভেনেজুয়েলা ও আশপাশের অঞ্চলে নিরাপত্তাহীনতা এবং সামরিক তৎপরতা বেড়েছে, যা যেকোনো উচ্চতায় উড়োজাহাজ চলাচলে ঝুঁকি সৃষ্টি করতে পারে।

সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্র এ অঞ্চলে সামরিক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে মার্কিন নৌবাহিনীর সবচেয়ে বড় বিমানবাহী রণতরী, অন্তত আটটি যুদ্ধজাহাজ এবং এফ-৩৫ যুদ্ধবিমান মোতায়েন রয়েছে।

এদিকে রয়টার্সকে চারজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ভেনেজুয়েলাকে কেন্দ্র করে নতুন পর্যায়ের অপারেশন শুরু করার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। তাদের মধ্যে দুই কর্মকর্তা বলেন, প্রথম ধাপে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে গোপন অভিযান পরিচালিত হতে পারে।

নাম না প্রকাশের শর্তে এক কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রে মাদক প্রবেশ ঠেকাতে এবং দায়ীদের বিচারের আওতায় আনতে প্রেসিডেন্ট ট্রাম্প প্রয়োজনে আমেরিকার সব ধরনের সামর্থ্য ব্যবহার করতে প্রস্তুত।

রয়টার্সকে দুই কর্মকর্তা আরো বলেন, বিবেচনায় থাকা বিকল্পগুলোর মধ্যে মাদুরোকে উৎখাতের প্রচেষ্টাও রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, আরো ঘনীভূত হওয়ার আভাস

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, আরো ঘনীভূত হওয়ার আভাস

নিরাপত্তা নিয়ে শঙ্কিত চিত্রনায়িকা পপি

নিরাপত্তা নিয়ে শঙ্কিত চিত্রনায়িকা পপি

পঞ্চগড়ে জেঁকে বসছে  শীত,  তাপমাত্রা ১২ ডিগ্রি

পঞ্চগড়ে জেঁকে বসছে শীত, তাপমাত্রা ১২ ডিগ্রি

নিরাপত্তা ঝুঁকিতে ভেনেজুয়েলার আকাশসীমা, ফ্লাইট বাতিলের হিড়িক

নিরাপত্তা ঝুঁকিতে ভেনেজুয়েলার আকাশসীমা, ফ্লাইট বাতিলের হিড়িক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App