×

খেলা

পাঞ্জাবকে হারিয়ে প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন বেঙ্গালুরু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ জুন ২০২৫, ০৮:২১ এএম

পাঞ্জাবকে হারিয়ে প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন বেঙ্গালুরু

ছবি: সংগৃহীত

ক্যারিয়ারে সবই জিতেছেন বিরাট কোহলি। বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, টি-টোয়েন্টি বিশ্বকাপ; শুধু বাকি ছিল আইপিএল শিরোপা। ১৭ বছর রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর খেলে তিনবার ফাইনাল খেলেও অধরা ছিল ট্রফি। পাঞ্জাব কিংসকে ৬ রানে হারিয়ে প্রথমবার অধরা ওই শিরোপা উঁচিয়ে ধরল বিরাট কোহলির বেঙ্গালুরু।

বুধবার (৩ জুন) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে টস হেরে ব্যাট করে বিরাট কোহলির বেঙ্গালুরু ৯ উইকেটে ১৯০ রান তোলে। বিরাট কোহলি ৩৫ বলে সর্বোচ্চ ৪৩ রান তোলেন। মায়াঙ্ক আগারওয়াল ১৮ বলে ২৪ রান করেন। রজত পতিদার ১৬ বলে ২৬ রান করেন। লিয়াম লিভিংস্টোন ১৫ বলে দুই ছক্কায় ২৫ ও জিতেশে শর্মা ১০ বলে দুটি করে চার ও ছক্কায় ২৪ রান যোগ করেন। রোমারিও শেইফার্ড ৯ বলে করেন ১৭ রান।

জবাবে পাঞ্জাব ৭ উইকেট হারিয়ে ১৮৪ রানে আটকে যায়। দলটির টপ অর্ডারের তিন ব্যাটার সেট হয়ে ফিরে যান। ওপেনার প্রিয়াংশি আরিয়া ১৯ বলে ২৪ ও প্রবসিমরান সিং ২২ বলে ২৬ করে আউট হন। তিনে নামা জস ইংলিশ ২৩ বলে ৩৯ রান যোগ করেন।

পাঞ্জাবকে শিরোপার পথে টানছিল শশাঙ্ক সিং। তিনি ৩১ বলে ৬১ রানের হার না মানা ইনিংস খেলেন। ছয়টি ছক্কা ও তিনটি চার মারেন। কিন্তু নামান ওধেরার ব্যর্থতা৷ কারণে হেরেছে পাঞ্জাব৷ তিনি ১৮ বল খেলে ১৫ রান করে দলকে বিপদে ফেলে দেন।

পাঞ্জাব এ নিয়ে দ্বিতীয়বার আইপিএল ফাইনাল খেলল। ১১ বছর আগেও প্রীতি জিনতার দলের স্বপ্নভঙ্গ হয়। অন্যদিকে বেঙ্গালুরু ও কোহলির প্রথম আইপিএল শিরোপা উৎসবে উপস্থিতি ছিলেন দলটির সাবেক তারকা এবি ডি ভিলিয়ার্স।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্বাধীনতাবিরোধী শক্তি ভোল পাল্টে নতুন দেশ গড়ার ভাব দেখাচ্ছে

মির্জা ফখরুল স্বাধীনতাবিরোধী শক্তি ভোল পাল্টে নতুন দেশ গড়ার ভাব দেখাচ্ছে

হাদির মস্তিষ্কের ফোলা বেড়েছে, হৃদস্পন্দনও স্বাভাবিকের চেয়ে বেশি

হাদির মস্তিষ্কের ফোলা বেড়েছে, হৃদস্পন্দনও স্বাভাবিকের চেয়ে বেশি

ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে তলব

ওসমান হাদি গুলিবিদ্ধ ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে তলব

অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে হানুক্কা উৎসবে গুলি, নিহত ১০

অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে হানুক্কা উৎসবে গুলি, নিহত ১০

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App