×

খেলা

ব্র্যাডম্যান-গাভাস্কারের কীর্তি স্পর্শসহ ৫ রেকর্ড গড়লেন গিল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ১০:০৯ পিএম

ব্র্যাডম্যান-গাভাস্কারের কীর্তি স্পর্শসহ ৫ রেকর্ড গড়লেন গিল

ডন ব্র্যাডম্যান, সুনীল গাভাস্কার ও শুভমান গিল। ছবি: সংগৃহীত

টেস্ট ক্রিকেটে একের পর এক নজির গড়ে যাচ্ছেন শুভমান গিল। রোববার (২৭ জুলাই) টেস্ট ক্রিকেটে নবম সেঞ্চুরি করার পাশাপাশি পাঁচটি রেকর্ড গড়েছেন তিনি। ইংল্যান্ডের মাঠে ভারতের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে এক টেস্ট সিরিজে ৭০০ এর বেশি রান করেছেন গিল। তার আগে সুনীল গাভাস্কার, যশস্বী জয়সওয়াল এই কীর্তি গড়েন। এছাড়া আরও বেশ কিছু নজির গড়েছেন ভারতীয় অধিনায়ক-

১. এদিন ম্যাঞ্চেস্টারে চলতি সিরিজের চতুর্থ শতরান করেছেন গিল। এর আগে এক টেস্ট সিরিজে ৭০০ রান করার মাইলফলক স্পর্শ করেন তিনি। গাভাস্কার ও যশস্বীর জয়সওয়ালের পর ভারতের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে এই নজির গড়েন গিল। ১৯৭১ সালে ওয়েস্ট ইন্ডিজের মাঠে টেস্ট সিরিজে ৭৭৪ রান করেছিলেন গাভাস্কার। ১৯৭৮-৭৯ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজ়ের বিপক্ষে টেস্ট সিরিজে ৭৩২ রান করেন তিনি। ২০২৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজে ৭১২ রান করেন জয়সওয়াল। এই সিরিজে ৭২২ রান করেছেন গিল। তিনি টপকে গেলেন ২০১৪ সালে এক টেস্ট সিরিজে বিরাট কোহলির করা ৬৯২ রানকে। 

২. ভারতের প্রথম অধিনায়ক হিসেবে বিদেশের মাটিতে টেস্ট সিরিজে ৭০০ এর বেশি রান করার নজির গড়লেন গিল। সব মিলিয়ে তিনি ভারতের দ্বিতীয় টেস্ট অধিনায়ক। গাভাস্কার অধিনায়ক হিসেবে ঘরের মাঠে ১৯৭৮-৭৯ মৌসুমে এক সিরিজে ৭০০ এর বেশি রান করেছিলেন। বিশ্বের অষ্টম টেস্ট অধিনায়ক হিসেবে এক টেস্ট সিরিজ়ে ৭০০ এর বেশি রান করলেন গিল। এর আগে এই কৃতিত্ব রয়েছে ডন ব্র্যাডম্যান (দু’বার), গারফিল্ড সোবার্স, গ্রেগ চ্যাপেল, সুনীল গাভাস্কার, ডেভিড গাওয়ার, গ্রাহাম গুচ ও গ্রেম স্মিথের।

৩. একই দিনে আরও একটি নজির গড়েছেন গিল। বিশ্বের তৃতীয় টেস্ট অধিনায়ক হিসেবে এক টেস্ট সিরিজে চারটি শতরান করলেন তিনি। এর আগে এই নজির রয়েছে ব্র্যাডম্যান এবং সুনীল গাভাস্কারের। ব্র্যাডম্যান ১৯৪৭-৪৮ মৌসুমে ভারতের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজে চারটি শতরান করেছিলেন। গাভাস্কার ১৯৭৮-৭৯ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ছয় টেস্টের সিরিজে চারটি শতরান করেছিলেন।

৪. ৩৫ বছর পর ম্যাঞ্চেস্টারে ভারতীয় হিসেবে টেস্টে শতরান করলেন গিল। ১৯৯০ সালে এই মাঠে শেষ ভারতীয় ব্যাটসম্যান হিসেবে শতরান করেন শচীন টেন্ডুলকার। 

৫. দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মাঠে এক টেস্ট সিরিজে সবচেয়ে বেশি রান ছিল সোবার্সের। তিনি করেছিলেন ৭২২ রান। এদিন তার সেই নজির স্পর্শ করেন গিল। ম্যাঞ্চেস্টারে ১০৩ রানে ইনিংসের পর তারও চলতি সিরিজে ৭২২ রান হল। পরের টেস্টে আর ১ রান করলেই তিনি টপকে যাবেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অলরাউন্ডারকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চীন, ভারত ও সিঙ্গাপুরের মেডিকেল টিমের প্রতি প্রধান উপদেষ্টার কৃতজ্ঞতা

মাইলস্টোন ট্র্যাজেডি চীন, ভারত ও সিঙ্গাপুরের মেডিকেল টিমের প্রতি প্রধান উপদেষ্টার কৃতজ্ঞতা

দুধ-আনারস একসঙ্গে খেলে কী হয়?

দুধ-আনারস একসঙ্গে খেলে কী হয়?

জসিমের মতোই হঠাৎ মৃত্যুর খবর এলো ছেলের

জসিমের মতোই হঠাৎ মৃত্যুর খবর এলো ছেলের

ব্র্যাডম্যান-গাভাস্কারের কীর্তি স্পর্শসহ ৫ রেকর্ড গড়লেন গিল

ব্র্যাডম্যান-গাভাস্কারের কীর্তি স্পর্শসহ ৫ রেকর্ড গড়লেন গিল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App