×

খেলা

আফ্রিদিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য ইরফানের, একমত কানেরিয়া

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ০৭:১৬ পিএম

আফ্রিদিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য ইরফানের, একমত কানেরিয়া

ছবি: সংগৃহীত

নিজের ক্যারিয়ারে পাকিস্তানের ক্রিকেটার শহীদ আফ্রিদির সঙ্গে ঘটা একটি ঘটনা শেয়ার করেছেন ভারতের সাবেক পেসার ইরফান পাঠান। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, আফ্রিদি বারবার আমাকে মানহানিকর মন্তব্য এবং নেতিবাচক আচরণের মুখোমুখি করেছেন। মুহূর্তেই তার দাবিগুলো সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। ইরফানের বিস্ফোরক মন্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন বুমবুম আফ্রিদির একসময়ের সতীর্থ দানিশ কানেরিয়া। তিনি বলেছেন, আফ্রিদি এমন চরিত্রের, যার মধ্যে ‘শ্রেণি ও ভদ্রতা’ নেই।

এক পোস্টে কানেরিয়া লেখেন, ‘ইরফান ভাই, আপনি একেবারে সঠিক বলছেন। আফ্রিদি সর্বদা ব্যক্তিগত আক্রমণ করেন, তা পরিবার হোক বা ধর্ম। শ্রেণি ও ভদ্রতা তার গুণাবলীর মধ্যে নেই। একই সঙ্গে ইরফানের সাক্ষাৎকারের একটি ক্লিপ শেয়ার করেন সাবেক পাক লেগস্পিনার। 

সম্প্রতি এক আলাপচারিতায় ইরফান জানান, ২০০৬ সালের এক বিমান সফরে আফ্রিদির আচরণে বিরক্ত হয়ে কিভাবে তিনি চুপ হয়ে গিয়েছিলেন। সাবেক ভারতীয় পেসার বলেন, ২০০৬ সালের সফরে আমরা করাচি থেকে লাহোর যাচ্ছিলাম। ভারত ও পাকিস্তান দল একসঙ্গে যাচ্ছিল। আফ্রিদি এসে আমার মাথায় হাত দিলেন এবং চুল এলোমেলো করলেন। তারপর বললেন, কেমন আছ কিড?’ আমি বললাম, আপনি কবে থেকে আমার বাবা হয়ে গেছেন। তিনি একেবারেই বাচ্চার মতো আচরণ করছিলেন। আমি কিছু বলিনি। এরপর আমার দিকে কিছু খারাপ মন্তব্য করলেন আফ্রিদি। তার আসন আমার পাশেই ছিল।

ইরফান জানান, এরপর তিনি আফ্রিদিকে এমন একটি কথা বলেছিলেন, যা তাকে সম্পূর্ণ চুপ করিয়ে দেয়। ইরফান বলেন, পাকিস্তানি অলরাউন্ডার আবদুল রাজ্জাক তখন আমার পাশে বসেছিলেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, এখানে কী ধরনের মাংস আছে। তিনি বললেন, বিভিন্ন প্রাণীর মাংস পাওয়া যায়। এরপর আমি জিজ্ঞেস করলাম, কুকুরের মাংস আছে কি। রাজ্জাক অবাক হয়ে বললেন, ‘ইরফান, আপনি কেন এটা বলছেন?’ আমি তখন বললাম, আফ্রিদি কুকুরের মাংস খেয়েছেন, তাই এতক্ষণ ধরে ঘেউ ঘেউ করছেন। এরপর আফ্রিদি আর কিছু বলেননি। যদি তিনি আরও কিছু বলতেন, আমি বলতাম সবাই দেখেন, বুমবুম আবারও ঘেউ ঘেউ করছেন। এরপর তিনি ফ্লাইটের পুরো সময় চুপ থেকেছেন। আফ্রিদি বুঝতে পেরেছিলেন, তিনি আমাকে মুখে আক্রমণ করতে পারবেন না। তাই এরপর আর কিছু বলেননি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নির্দোষ মানুষ যেন কোনোভাবেই হয়রানির শিকার না হয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্দোষ মানুষ যেন কোনোভাবেই হয়রানির শিকার না হয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

কানাইঘাটে ১০০ গজের ভেতরে দুই ভুয়া কলেজ

ভুঁইফোড় কলেজ, প্রতারণায় ভর্তি কানাইঘাটে ১০০ গজের ভেতরে দুই ভুয়া কলেজ

যুদ্ধ বন্ধে জেলেনস্কিকে যে দুই কঠিন শর্ত দিয়েছেন পুতিন, জানালেন ট্রাম্প

যুদ্ধ বন্ধে জেলেনস্কিকে যে দুই কঠিন শর্ত দিয়েছেন পুতিন, জানালেন ট্রাম্প

আফ্রিদিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য ইরফানের, একমত কানেরিয়া

আফ্রিদিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য ইরফানের, একমত কানেরিয়া

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App