×

খেলা

চমক দিয়ে এশিয়া কাপের দল ঘোষণা আফগানিস্তানের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ০৬:৩৬ পিএম

চমক দিয়ে এশিয়া কাপের দল ঘোষণা আফগানিস্তানের

ছবি: সংগৃহীত

আসন্ন এশিয়া কাপের জন্য চমক দিয়ে ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। দলের নেতৃত্বে রাখা হয়েছে অভিজ্ঞ লেগ স্পিনার রশিদ খানকে। স্পিন আক্রমণে তার সঙ্গে আছেন মোহাম্মদ নবী, মুজিব উর রহমান, নূর আহমদ এবং নতুন মুখ রহস্য স্পিনার মোহাম্মদ গাজানফার।

২০২৪ সালের ডিসেম্বরের পর কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেনি আফগানিস্তান। সেই হিসাবে প্রায় ১ বছর পর এশিয়া কাপ দিয়ে এই ফরম্যাটে ফিরছে তারা। যার প্রস্তুতি হিসেবে ২৯ আগস্ট থেকে সংযুক্ত আরব আমিরাতে স্বাগতিক ও পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানরা।

একে ঘিরে কিছু উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে স্কোয়াডে। জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ সিরিজে খেলা হজরতউল্লাহ জাজাই এবং জুবায়েদ আকবরি বাদ পড়েছেন। তবে দলে জায়গা করে নিয়েছেন ওপেনার ইব্রাহিম জাদরান এবং অলরাউন্ডার শরাফউদ্দিন আশরাফ। স্কোয়াডে সবচেয়ে বড় চমক ১৯ বছর বয়সী উদীয়মান স্পিনার মোহাম্মদ গাজানফার। তার এখনো আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয়নি। ইতোমধ্যে ১১টি ওয়ানডে খেলেছেন তিনি। গত বছর বাংলাদেশের বিপক্ষে ২৬ রানে ৬ উইকেট নিয়ে নিজের সামর্থ্য প্রমাণ করেন রহস্য স্পিনার।

দলের ব্যাটিং লাইন আপে আছেন রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ আতাল, দারউইশ রাসুলি ও অলরাউন্ডার করিম জানাত। পেস আক্রমণে ফজলহক ফারুকি, নাভিন উল হক, গুলবাদিন নাইব এবং অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাইয়ের মতো তারকারা থাকছেন। এশিয়া কাপে আফগানিস্তান 'বি' গ্রুপে বাংলাদেশ, হংকং ও শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে। তাদের প্রথম ম্যাচটি ৯ সেপ্টেম্বর আবুধাবিতে হংকংয়ের বিপক্ষে।

আফগানিস্তান স্কোয়াড

রশিদ খান (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান, দারউইশ রাসুলি, সেদিকুল্লাহ আতাল, আজমতউল্লাহ ওমরজাই, করিম জানাত, মোহাম্মদ নবী, গুলবাদিন নাইব, শরাফউদ্দিন আশরাফ, মোহাম্মদ ইশাক, মুজিব উর রহমান, মোহাম্মদ গাজানফার, নূর আহমদ, ফারিদ আহমদ, নাভিন উল হক ও ফজলহক ফারুকি।

রিজার্ভ

ওয়াফিউল্লাহ তারাখিল, নাঙ্গেয়ালিয়া খারোতে ও আব্দুল্লাহ আহমাদজাই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২৪ আগস্ট, একনজরে সারাদিন

২৪ আগস্ট, একনজরে সারাদিন

আবু সাঈদ হত্যা মামলায় অভিযুক্ত পুলিশ কর্মকর্তা ভারতে গ্রেফতার

আবু সাঈদ হত্যা মামলায় অভিযুক্ত পুলিশ কর্মকর্তা ভারতে গ্রেফতার

বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি ঘোষণা আফগানিস্তানের

বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি ঘোষণা আফগানিস্তানের

ফজলুর রহমানকে শোকজ, ২৪ ঘণ্টার মধ্যে জবাব দেয়ার নির্দেশ

ফজলুর রহমানকে শোকজ, ২৪ ঘণ্টার মধ্যে জবাব দেয়ার নির্দেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App