×

তথ্যপ্রযুক্তি

প্রবাসীদের অর্থ প্রেরণে নতুন দিগন্ত: দ্রুত ও সাশ্রয়ী সেবা নিয়ে এলো ‘প্রফি’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ০১:০২ এএম

প্রবাসীদের অর্থ প্রেরণে নতুন দিগন্ত: দ্রুত ও সাশ্রয়ী সেবা নিয়ে এলো ‘প্রফি’

যুক্তরাজ্য ও ইউরোপে বসবাসরত বাংলাদেশিদের জন্য দেশে টাকা পাঠানোর প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত ও নিরাপদ করতে এসেছে ফিনটেক প্রতিষ্ঠান ‘প্রফি’

যুক্তরাজ্য ও ইউরোপে বসবাসরত বাংলাদেশিদের জন্য দেশে টাকা পাঠানোর প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত ও নিরাপদ করতে এসেছে ফিনটেক প্রতিষ্ঠান ‘প্রফি’ (Profee)। প্রতিযোগিতামূলক বিনিময় হার, প্রথম লেনদেনে কোনো ফি না থাকা এবং কয়েক মিনিটের মধ্যে টাকা পৌঁছে দেওয়ার সুবিধার কারণে এটি প্রবাসীদের মধ্যে দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে।

বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স সবসময়ই একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। চলতি অর্থবছরের প্রথম ১১ মাসেই প্রবাসীরা দেশে রেকর্ড ২ হাজার ৯৫০ কোটি ডলার পাঠিয়েছেন। এর মধ্যে শুধু মার্চ মাসেই এসেছে ৩২৯ কোটি ডলার, যা দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণ। সরকারের দেওয়া প্রণোদনা, অবৈধ চ্যানেলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং মোবাইল ব্যাংকিংয়ের ব্যাপক প্রসারের ফলে অর্থ প্রেরণ এখন আগের চেয়ে অনেক বেশি দ্রুত ও নিরাপদ হয়েছে। এই অর্থ দেশের লাখো পরিবারের শিক্ষা, স্বাস্থ্য ও দৈনন্দিন চাহিদা মেটানোর পাশাপাশি জাতীয় রিজার্ভকেও শক্তিশালী করছে।

এই প্রেক্ষাপটে প্রফি বিশেষভাবে বাংলাদেশি প্রবাসীদের চাহিদা মাথায় রেখে তাদের সেবা সাজিয়েছে। এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে:

প্রফির বৈশিষ্ট্য 

সাশ্রয়ী সেবা: প্রথমবার টাকা পাঠানোর ক্ষেত্রে কোনো সার্ভিস চার্জ বা কমিশন রাখা হয় না। এর পাশাপাশি প্রতিষ্ঠানটি বাজারের অন্যতম সেরা বিনিময় হার প্রদান করে, ফলে প্রেরিত প্রতিটি ইউরো বা পাউন্ডের বিপরীতে বেশি টাকা পাওয়া যায়।

দ্রুত ডেলিভারি: যেখানে প্রচলিত ব্যাংক ওয়্যার ট্রান্সফারে ১ থেকে ৩ দিন সময় লাগে, সেখানে প্রফির ৯০ শতাংশের বেশি লেনদেন মাত্র কয়েক মিনিটের মধ্যেই সম্পন্ন হয়।

সহজ পেমেন্ট: ডেবিট/ক্রেডিট কার্ড, অ্যাপল পে বা গুগল পে-এর মতো একাধিক ডিজিটাল মাধ্যমে তাৎক্ষণিকভাবে টাকা পাঠানো যায়।

সর্বোচ্চ নিরাপত্তা: গ্রাহকের অর্থ ও তথ্যের সুরক্ষায় প্রফি পিসিআই-ডিএসএস সনদপ্রাপ্ত এবং টায়ার-৪ ডেটা সেন্টার ব্যবহার করে।

গ্রাহক সুবিধা: টাকা গ্রহণ করার জন্য প্রাপককে কোনো ধরনের নিবন্ধন বা অ্যাকাউন্ট খোলার প্রয়োজন হয় না। অর্থ সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়ে যায়।

প্রফির ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং কমিউনিকেশনস বিভাগের প্রধান দিমিত্রি গোরখ বলেন, রেমিট্যান্স মানে শুধু টাকা পাঠানো নয়, এটি প্রিয়জনের প্রতি যত্ন, ত্যাগ ও সমর্থনের বহিঃপ্রকাশ। আমরা এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করেছি যা আধুনিক বাংলাদেশি প্রবাসীদের চাহিদা পূরণ করে। এটি দ্রুত, নিরাপদ এবং যেকোনো জায়গা থেকে ব্যবহারযোগ্য। আমরা গর্বিত যে, আমাদের সেবার মাধ্যমে পরিবারগুলো কোনো ধরনের হিডেন চার্জ ছাড়াই তাৎক্ষণিকভাবে টাকা পাচ্ছে এবং প্রতিটি টাকার সর্বোচ্চ সদ্ব্যবহার নিশ্চিত হচ্ছে।


ফিনটেক জগতে প্রফি একটি দ্রুত বর্ধনশীল প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। বর্তমানে বিশ্বের ৯০টিরও বেশি দেশে সেবা প্রদানকারী এই কোম্পানির গ্রাহক সংখ্যা ৮ লাখ ছাড়িয়েছে এবং প্রতি সপ্তাহে প্রায় ১০ হাজার নতুন গ্রাহক যুক্ত হচ্ছেন। সম্প্রতি প্রতিষ্ঠানটি ‘অ্যাকুইজিশন ইন্টারন্যাশনাল’ কর্তৃক ২০২৪ সালের ‘সেরা আন্তর্জাতিক মানি ট্রান্সফার সল্যুশন’ হিসেবে স্বীকৃতি পেয়েছে।

প্রফির মাধ্যমে টাকা পাঠানোর প্রক্রিয়াটি অত্যন্ত সহজ:

প্রফির মাধ্যমে টাকা পাঠানোর প্রক্রিয়াটিও বেশ সহজ। ব্যবহারকারীরা এর ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে নিবন্ধন করে, প্রাপক হিসেবে বাংলাদেশ নির্বাচন করে এবং ইউরো বা পাউন্ডে অর্থের পরিমাণ উল্লেখ করলেই অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে টাকায় রূপান্তরিত অঙ্ক দেখিয়ে দেয়। এরপর প্রাপকের ব্যাংক অ্যাকাউন্টের বিবরণী দিয়ে পেমেন্ট নিশ্চিত করলেই কয়েক মিনিটের মধ্যে টাকা পৌঁছে যায়।


যেভাবে টাকা পাঠাবেন

১. নিবন্ধন: Profee.com ওয়েবসাইটে বা এর মোবাইল অ্যাপে গিয়ে ফোন নম্বর ও ইমেইল দিয়ে নিবন্ধন করতে হবে।

২. তথ্য প্রদান: কোন দেশ থেকে বাংলাদেশে টাকা পাঠাতে চান তা নির্বাচন করে অর্থের পরিমাণ উল্লেখ করতে হবে। ক্যালকুলেটর স্বয়ংক্রিয়ভাবে টাকায় রূপান্তরিত অঙ্ক দেখাবে।

৩. প্রাপকের বিবরণ: প্রাপকের ব্যাংক অ্যাকাউন্ট, ভিসা/মাস্টারকার্ড এবং বিকাশ, নগদ ও রকেটের মতো মোবাইল ওয়ালেটের বিবরণী যোগ করতে হবে।

৪. পেমেন্ট: ডেবিট/ক্রেডিট কার্ড, অ্যাপল পে বা গুগল পে-এর মাধ্যমে সহজেই পেমেন্ট করা যায়।

৫. নিশ্চিতকরণ: সব তথ্য যাচাই করে ‘কনফার্ম’ বাটনে ক্লিক করলেই কয়েক মিনিটের মধ্যে টাকা প্রাপকের কাছে পৌঁছে যাবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, প্রফির মতো আধুনিক ও গ্রাহক-বান্ধব সেবাগুলো বাংলাদেশের রেমিট্যান্স প্রবাহকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং প্রবাসীদের কষ্টার্জিত অর্থ নিরাপদে ও দ্রুত পরিবারের কাছে পৌঁছানো নিশ্চিত করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

উঠে গেল নিষেধাজ্ঞা, পাকিস্তানি তারকাদের দেখা যাচ্ছে ভারতে

উঠে গেল নিষেধাজ্ঞা, পাকিস্তানি তারকাদের দেখা যাচ্ছে ভারতে

১০ জুলাই থেকে টিভিতে দেখা যাবে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’

১০ জুলাই থেকে টিভিতে দেখা যাবে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’

এনাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্মচারীদের বিক্ষোভ ও কর্মবিরতি

এনাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্মচারীদের বিক্ষোভ ও কর্মবিরতি

গাজার পর এবার ফিলিস্তিনের পশ্চিমতীরের দখল চায় ইসরায়েল

গাজার পর এবার ফিলিস্তিনের পশ্চিমতীরের দখল চায় ইসরায়েল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App