×

তথ্যপ্রযুক্তি

চালডালে ই–কমার্স স্টার্টআপ ভিজিট আয়োজন লাইট অব হোপের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ০৫:১০ পিএম

চালডালে ই–কমার্স স্টার্টআপ ভিজিট আয়োজন লাইট অব হোপের

চালডালে ই–কমার্স স্টার্টআপ ভিজিট আয়োজন লাইট অব হোপের

লাইট অব হোপ ভেঞ্চার্স আজ দেশের বড় অনলাইন গ্রোসারি প্ল্যাটফর্ম চালডাল-এ স্টার্টআপ ও ইন্ডাস্ট্রি ভিজিট আয়োজন করে। এতে ২০ জন নতুন ই-কমার্স উদ্যোক্তা সরাসরি দেখেছেন কিভাবে চালডাল কাজ করে।

ভিজিটে তারা চালডালের আধুনিক ওয়্যারহাউজ, পণ্য ব্যবস্থাপনা, কাস্টমার সার্ভিস এবং লজিস্টিক নেটওয়ার্ক দেখেছেন। এছাড়া ফান্ডরেইজিং, দলের বড় হওয়া, সরবরাহ চেইন এবং ডেটা ব্যবহার করে সিদ্ধান্ত নেওয়া-এর মতো বিষয়গুলো সম্পর্কে জানতে পারে।

জনপ্রিয় অনলাইন গ্রোসারি প্ল্যাটফর্ম চালডাল প্রতিষ্ঠা করেন ওয়াসিম, জিয়া এবং তেজাস এই তিন জন মিলে।   তারা চালডালের সঙ্গে কুকআপস, গো-গো-বাংলা, এবং চালডাল পেমেন্টস-এর মতো প্রতিষ্ঠানও চালান।

চালডালের সহপ্রতিষ্ঠাতা এবং প্রধান পরিচালন কর্মকর্তা জিয়া আশরাফ বলেন,"আমাদের নতুন কিছু তৈরি করতে হবে। যদি আগে থেকে কোনো ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন তবে এ সব ব্যবসায়ে যারা ভাল করছে তাদের কাছ থেকে বেষ্ট প্র্যাকটিস জেনে তা আরও ভালো করতে হবে। সব সময় সততা এবং সৃজনশীলতা বজায় রাখতে হবে।" 

লাইট অব হোপ ভেঞ্চার্সের প্রতিষ্ঠাতা ওয়ালিউল্লাহ ভূঁইয়া বলেন,"সফল প্রতিষ্ঠানের কাছ থেকে সরাসরি শেখা উদ্যোক্তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা নতুন উদ্যোক্তাদের জন্য এমন শিক্ষার সুযোগ দিতে চাই।"

ভিজিটে অংশগ্রহণকারীরা প্রযুক্তি-নির্ভর ব্যবসা কিভাবে বড় করা যায় এবং চালিয়ে রাখা যায় তা শিখেছেন। এটি লাইট অব হোপ ভেঞ্চার্সের বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেমকে শক্তিশালী করার একটি অংশ। এর আগে তারা টেন মিনিট স্কুল-এ এমন একটি ভিজিট আয়োজন করেছিল।

লাইট অব হোপ ভেঞ্চার্স ৮টি খাতে নতুন উদ্যোক্তাদের সহায়তা করে, যেমন কৃষি, শিক্ষা, উৎপাদন, সেবা, এবং নতুন প্রযুক্তি। তারা মেন্টরশিপ, বিনিয়োগ সংযোগ এবং বাজারে প্রবেশাধিকার দিয়ে এখন পর্যন্ত ১,০০০-এর বেশি উদ্যোক্তাকে সাহায্য করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন দুঃসংবাদ দিয়ে বছর শুরু করল রিয়াল মাদ্রিদ

নতুন দুঃসংবাদ দিয়ে বছর শুরু করল রিয়াল মাদ্রিদ

বৈশ্বিক অর্থনীতির মঞ্চে নতুন অবস্থানে ভারত

বৈশ্বিক অর্থনীতির মঞ্চে নতুন অবস্থানে ভারত

বাংলাদেশে কার্যক্রম শুরু করবে হোস্টিং ডটকম

বাংলাদেশে কার্যক্রম শুরু করবে হোস্টিং ডটকম

মায়ের অনুপস্থিতির শূন্যতা ভাষায় প্রকাশ করার মতো নয় : তারেক রহমান

মায়ের অনুপস্থিতির শূন্যতা ভাষায় প্রকাশ করার মতো নয় : তারেক রহমান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App