×

টেলিকম

এনইআইআর বাস্তবায়ন

টেলিযোগাযোগ খাতে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতের সময়োপযোগী উদ্যোগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ০৪:৫২ পিএম

টেলিযোগাযোগ খাতে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতের সময়োপযোগী উদ্যোগ

এনইআইআর (ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার)। ছবি: ভোরের কাগজ

বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের নিরাপত্তা, শৃঙ্খলা বজায় রাখা এবং গ্রাহক সুরক্ষায় মোবাইল হ্যান্ডসেট নিবন্ধন ব্যবস্থা বা এনইআইআর বাস্তবায়নকে “সময়োপযোগী ও জরুরি পদক্ষেপ” হিসেবে আখ্যা দিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন। রবিবার (৯ নভেম্বর) এক বিবৃতিতে সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ এই ব্যবস্থার দ্রুত ও কার্যকর বাস্তবায়নের আহ্বান জানান।

তিনি বলেন, “বর্তমান বিশ্বে মোবাইল ফোন শুধুমাত্র যোগাযোগের মাধ্যম নয়; এটি অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও প্রশাসনিক কার্যক্রমের অপরিহার্য উপাদান। বাংলাদেশের ডিজিটাল অগ্রযাত্রাকে এগিয়ে নিতে হলে টেলিযোগাযোগ খাতে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।”

এনইআইআর (ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার) একটি জাতীয় ডাটাবেস, যেখানে দেশে ব্যবহৃত প্রতিটি মোবাইল হ্যান্ডসেটের আইএমইআই নম্বর নিবন্ধিত থাকবে। এর মাধ্যমে বৈধ ও অবৈধ (চোরাই, নকল বা কালোবাজারি) ফোন শনাক্ত ও নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

এনইআইআর বাস্তবায়নের গুরুত্ব

বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন এই ব্যবস্থার প্রয়োজনীয়তা তুলে ধরে ছয়টি মূল কারণ উল্লেখ করেছে- 

১️. অবৈধ ফোন নিয়ন্ত্রণ: প্রতিবছর দেশে বিপুলসংখ্যক অবৈধ ও চোরাই ফোন বাজারে আসে। এনইআইআর চালুর মাধ্যমে এসব ফোন নেটওয়ার্কে সংযুক্ত হতে পারবে না, ফলে অবৈধ ফোনের বাজার কার্যত বন্ধ হয়ে যাবে।

২️. সরকারি রাজস্ব সুরক্ষা: শুল্ক ও কর ফাঁকি রোধে সহায়তা করবে এই ব্যবস্থা। বৈধ আমদানিকারক ও ব্যবসায়ীরা সুরক্ষা পাবেন এবং সরকারের রাজস্ব আয় বৃদ্ধি পাবে।

৩️. ভোক্তা সুরক্ষা: নিম্নমানের, নকল ও ‘রিফারবিশড’ হ্যান্ডসেট বাজার থেকে বাদ যাবে। এতে ব্যবহারকারীরা মানসম্পন্ন ও নিরাপদ ডিভাইস ব্যবহার করতে পারবেন।

৪️. চুরি হওয়া ফোন ব্লক: চুরি বা হারিয়ে যাওয়া ফোনের আইএমইআই নম্বর ব্লক করা যাবে, ফলে সেটি আর কোনো নেটওয়ার্কে ব্যবহারযোগ্য থাকবে না। এতে ফোন চুরি হ্রাস পাবে।

৫️. জাতীয় নিরাপত্তা: অবৈধ ও অচিহ্নিত ফোন প্রায়ই অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হয়। এনইআইআর বাস্তবায়নের মাধ্যমে এসব ডিভাইস ট্র্যাক করে সন্ত্রাস, প্রতারণা ও সাইবার অপরাধ দমন সহজ হবে।

৬️. নেটওয়ার্কের মানোন্নয়ন: অবৈধ বা নিম্নমানের হ্যান্ডসেট নেটওয়ার্কে সিগন্যালের বিঘ্ন ঘটায়। শুধুমাত্র বৈধ হ্যান্ডসেট ব্যবহারে নেটওয়ার্ক স্থিতিশীলতা ও সেবার মান উন্নত হবে।

সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, “এনইআইআর বাস্তবায়ন কেবল প্রযুক্তিগত উদ্যোগ নয়; এটি রাজস্ব সুরক্ষা, ভোক্তা নিরাপত্তা এবং জাতীয় স্বার্থ রক্ষার এক কৌশলগত পদক্ষেপ।”

তিনি আরও বলেন, এই ব্যবস্থা সফলভাবে বাস্তবায়নের জন্য জনগণকে সচেতন করা, নিবন্ধন প্রক্রিয়া সহজ করা এবং মোবাইল অপারেটরদের সাথে ঘনিষ্ঠ সমন্বয় নিশ্চিত করা জরুরি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশের বাজারে ভিভোর ৮ বছর: বিশেষ অফারে ৭০,০০০ টাকা ক্যাশব্যাক

দেশের বাজারে ভিভোর ৮ বছর: বিশেষ অফারে ৭০,০০০ টাকা ক্যাশব্যাক

‘বেস্ট ইন এগ্রো বিজনেস অ্যাওয়ার্ড’ পেলো জোবায়ের ইসলাম

‘বেস্ট ইন এগ্রো বিজনেস অ্যাওয়ার্ড’ পেলো জোবায়ের ইসলাম

‘জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করেছেন’

এ্যাবের আলোচনা সভায় রিজভী ‘জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করেছেন’

পাবনায় ধানের শীষে ভোট চাইলেন মাহমুদুন্নবী স্বপন

বিপ্লব ও সংহতি দিবস পাবনায় ধানের শীষে ভোট চাইলেন মাহমুদুন্নবী স্বপন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App