×

সারাদেশ

সরকারি বই বিক্রি করতে গিয়ে হাতেনাতে ধরা প্রধান শিক্ষক

Icon

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সরকারি বই বিক্রি করতে গিয়ে হাতেনাতে ধরা প্রধান শিক্ষক

মান্দা (নওগাঁ) প্রতিনিধি : স্কুল বন্ধের দিনে সরকারি বই বিক্রির করার সময় হাতেনাতে ধরা পড়লেন প্রধান শিক্ষক কান্তি কুমার দাস। এ ঘটার পর মুখ লুকিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যান তিনি। গতকাল শনিবার বেলা ১১টার দিকে নওগাঁর মান্দায় কায়াপাড়া কামারকুড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবনে এই ঘটনা ঘটে।

জানা যায়, সরকারি বই বিক্রির খবর গোপন সংবাদের ভিক্তিতে আগে থেকেই স্কুলের পাশেই অবস্থান নেয় সাংবাদিকরা। শনিবার স্কুল বন্ধ থাকার সুযোগে প্রধান শিক্ষক কান্তি কুমার দাস পিয়ন ও বই ফেরিওয়ালাকে সঙ্গে নিয়ে স্কুলে প্রবেশ করেন। তারা বই বহন করার জন্য একটি ভ্যান বাহিরে রেখে যান। স্কুলে প্রবেশের পর বই ওজন করতে থাকেন তারা। এ সময় সাংবাদিকরা স্কুলের ভেতর প্রবেশ করেন।

তাদের উপস্থিতি টের পেয়ে প্রধান শিক্ষক বইগুলো আবার স্কুলের ঘরে ঢুকাতে বলে বই ক্রেতা ফেরিওয়ালাকে দ্রুত স্কুল থেকে চলে যেতে বলেন। প্রধান শিক্ষকের নির্দেশ পেয়ে তিনি দ্রুত সটকে পড়েন। এরপর প্রধান শিক্ষক ও পিয়ন দ্রুত স্কুল বন্ধ করে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান।

ভ্যানচালক আরিফ জানান, তার বাড়ি প্রসাদপুর ইউপির গোটগাড়িতে। সরকারি বই কেনার জন্য স্কুলে এসে বইয়ের মাপ করছিলাম।

আপনাদের দেখে প্রধান শিক্ষক এখন আর বই দেবে না। ফেরিওয়ালা ওই পাশ দিয়ে চলে গেছে। আমি সাধারণ ভ্যানচালক আমার কোনো দোষ নেয়। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কান্তি কুমার সরকারের কাছে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য না করে মুখ লুকিয়ে পালিয়ে যান। বই বিক্রির বিষয়ে জানতে চাইলে উপজেলা শিক্ষা অফিসার আবুল বাশার শামসুজ্জামান বলেন, সরকারি বই বিক্রির কোনো নিয়ম নেই। আমরা প্রধান শিক্ষকদের এ বিষয়ে সতর্ক করেছি। সরকারি বই বিক্রির বিষয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তিন বিভাগে বাড়তে পারে শীত, কুয়াশার শঙ্কা

তিন বিভাগে বাড়তে পারে শীত, কুয়াশার শঙ্কা

নৈরাজ্য করে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই: সালাহউদ্দিন আহমদ

নৈরাজ্য করে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই: সালাহউদ্দিন আহমদ

জাতীয় কবির সমাধির পাশে সমাহিত ওসমান হাদি

জাতীয় কবির সমাধির পাশে সমাহিত ওসমান হাদি

ওয়াদা করতে এসেছি- যা বলে গেছ, তা যেন পূরণ করতে পারি

হাদির জানাজায় প্রধান উপদেষ্টা ওয়াদা করতে এসেছি- যা বলে গেছ, তা যেন পূরণ করতে পারি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App