×

সারাদেশ

দর্শনায় বিএনপির দুপক্ষের সংঘর্ষ আহত ২

Icon

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি : চুয়াডাঙ্গার দর্শনা কেরুজ শ্রমিক কর্মচারী ইউনিয়নের নির্বাচনকে ঘিরে বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের দুজন ২ জন আহত হয়। গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহত দুজন দশনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের যুবদল নেতা সিপন ও দর্শনা চটকাতলা এলাকার যুবদল নেতা সামাউলের বাবা।

স্থানীয়রা জানায়, শুক্রবার বিকালে দর্শনার কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নির্বাচনকে ঘিরে সাধারণ সম্পাদক প্রার্থী হাফিজুর রহমানের সমর্থকরা মোটরসাইকেলে শোডাউন দেয়। এ সময় সাবেক সাধারণ সম্পাদক মাসুদুর রহমান সংগঠনের (সাধারণ সম্পাদক প্রার্থী রুপম) সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর সূত্র ধরে বিএনপি নেতাকর্মীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ হামলায় বেশ কয়েকজন আহতও হন।

পরে আরেক দফায় দর্শনার চটকাতলা এলাকায় হামলা চালায় প্রতিপক্ষ গ্রুপ। সেসময় কয়েকটি দোকান ও সাংস্কৃতিক সংগঠনের কার্যালয় ভাঙচুর করা হয়। পরে খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীরের সঙ্গে যোগাযোগ করতে একাধিকবার তার মোবাইল ফোনে কল দিলেও রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১৫ শতাংশ শুল্ক কমানো অন্তর্বর্তী সরকারের আরেকটি সফলতা: আসিফ নজরুল

১৫ শতাংশ শুল্ক কমানো অন্তর্বর্তী সরকারের আরেকটি সফলতা: আসিফ নজরুল

উড়ন্ত জয়ে ২ ম্যাচ হাতে রেখেই ফাইনালে বাংলাদেশ

উড়ন্ত জয়ে ২ ম্যাচ হাতে রেখেই ফাইনালে বাংলাদেশ

এনসিপির পদযাত্রা কতটা সাড়া ফেললো?

এনসিপির পদযাত্রা কতটা সাড়া ফেললো?

গঙ্গাচড়ার হিন্দুপল্লীতে হামলায় ১৬ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি: পুলিশ

গঙ্গাচড়ার হিন্দুপল্লীতে হামলায় ১৬ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি: পুলিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App