চিঠিপত্র
বাজার সিন্ডিকেট ভাঙতে হবে

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
বর্তমান সময়ে বাজার পরিস্থিতি নিয়ে সবচেয়ে বেশি দুঃখ-দুর্দশায় আছেন সাধারণ মানুষ। আমাদের দেশের একটি কুচক্রী মহল প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে বাজারের নিত্যপ্রয়োজনীয় জিনিস, যেমন- চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলু ইত্যাদির ওপর সিন্ডিকেট তৈরি করে। তারা একটি নির্দিষ্ট বাজারে একটি সিন্ডিকেট দল গঠন করে বাজারের ওপর নিয়ন্ত্রণ করে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম তাদের ইচ্ছা মতো বসিয়ে বিক্রি করছে। এর ফলে সাধারণ মানুষ একদিকে তারা তাদের প্রয়োজন মিটাতে পারছে না, আরেকদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর সিন্ডিকেট ব্যবসায়ীরা অসাধু উপায়ে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। যা একটি দেশের সাধারণ মানুষ খুবই বাজেভাবে শোষণের স্বীকার হচ্ছে। বাজার সিন্ডিকেটের দৌরাত্ম্য থেকে মানুষকে বাঁচাতে হলে প্রয়োজন দেশের প্রতিটি বাজারে প্রতিনিয়ত মনিটরিং ব্যবস্থা এবং সেই সঙ্গে যেই সব কুচক্রী মহল আর অসাধু ব্যাবসায়ীরা বাজার সিন্ডিকেটের সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় নিয়ে আসা এবং উপযুক্ত শাস্তি দিয়ে দেশের সাধারণ মানুষকে সুষ্ঠু-সুন্দর জীবনযাপন করতে সহযোগিতা করা। বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে যথাযথ ব্যাবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
সাব্বির আহমেদ
শিক্ষার্থী, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।