×

এই জনপদ

বিএনপি নেতা সেলিম

মুকসুদপুরে আর প্রহসনমূলক কোনো নির্বাচন হবে না

Icon

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

   

কাজী ওহিদ, মুকসুদপুর (গোপালগঞ্জ) থেকে : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, বিগত সময়ের মতো মুকসুদপুরে আর প্রহসনের নির্বাচন করতে দেয়া হবে না। দুর্দিনের নেতাকর্মীই দলের সম্পদ। তিনি বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মধ্যে দিয়ে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গত শুক্রবার রাতে মুকসুদপুর বাজারে গোবিন্দপুর ইউনিয়ন বিএনপি আয়োজনে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সেলিমুজ্জামান সেলিম। তিনি আরো বলেন, নতুন করে আর কোন আওয়ামী পেত্মাদের বিএনপিতে ভিড়তে দেয়া হবে না। আমরা সবাই শান্তিপূর্ণভাবে থাকতে চায়।

গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রবিউল ইসলাম মিটুল মুন্সীর সভাপতিত্বে ও সদস্য সচিব এম মিঠু লস্কারের সঞ্চালনায় পথসভায় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট সেলিম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক মো. তারিকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সভাপতি মো. আবুল বাশার বিশ্বাস, সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান মিন্টু, জেলা ছাত্রদল সভাপতি মিকাইল হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজ হাসান, যুগ্ম আহ্বায়ক মো. কামরুজ্জামান স্বপন, মুকসুদপুর পৌর যুবদলের আহ্বায়ক সাইফুজ্জামান লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব ও সদস্য সচিব আবদুল কাইয়ুম মুন্সী, যুগ্ম আহ্বায়ক মোস্তফা গাজী, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. হাবিবুর রহমান রইন, সাধারণ সম্পাদক জোবায়ের মাতুব্বর, সাংগঠনিক সম্পাদক কাজী নয়ন, মুকসুদপুর পৌর ছাত্রদলের সভাপতি মো. আশিক মুন্সী, সরকারি মুকসুদপুর কলেজ ছাত্রদলের সভাপতি মো. মেহেদী মুন্সী প্রমুখ।

এছাড়া উপজেলার বাশবাড়ীয়া, উজানী বাজার, বালিয়াকান্দি বাজার, বলনারায়ণ বাজার, খান্দারপাড়, কালিদারপাড় বাজার অনুষ্ঠিত বিভিন্ন পথসভায় প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য রাখেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App