×

বিনোদন

রজনী ম্যাজিক নিয়ে আসছে জেলার-২

Icon

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রজনী ম্যাজিক নিয়ে আসছে জেলার-২

বিনোদন ডেস্ক : মেগাস্টার রজনীকান্তের ‘জেলার’ বক্স অফিসে ঝড় তুলেছিল। সেই সময় থেকেই জল্পনা শুরু হয়েছিল, কবে আসবে ছবির সিকুয়েল? অবশেষে মুক্তি পেল ‘জেলার ২’র টিজার। চার মিনিটের টিজারটি মন জিতে নিয়েছে ভক্তদের। টিজারেও রজনীর ম্যাজিক। শুরুতে একের পর এক গুণ্ডার আগমন ও পিঠে কুড়াল গেঁথে গিয়ে মৃত্যু। খানিক পরে রক্তাক্ত সাদা জামা পরে হাতে বন্দুক ও তরোয়াল হাতে পর্দায় আগমণ হয় রজনীর। বাকি সময়টাজুড়েও তারই দাপট দেখা যায়। স্বাভাবিকভাবেই ছবিটি ঘিরে প্রত্যাশার পারদ চড়েছে। ভক্তদের দাবি- এই ছবিটি নিছক কোনো ছবিমাত্র নয় বরং রজনীর এত বছরের ধারাবাহিক সাফল্যেরই নয়া প্রকাশ। অনেক নেটিজেনই লিখেছেন, এমন ক্যারিশ্মা কেবল রজনীকেই মানায়। দাবি, প্রথম তামিল ছবি হিসেবে এটিই বোধহয় হাজার কোটির ক্লাবে পৌঁছবে। নেলসনের পরিচালনায় ব্ল্যাক-কমেডি তথা অ্যাকশন ফিল্ম ‘জেলার’-এর প্রথম পর্বে রজনীকান্তের সঙ্গে দেখা গিয়েছিল মোহনলাল, জ্যাকি শ্রফ, শিবা রাজকুমার, রামিয়া কৃষ্ণাণ, তামান্নার মতো তারকাদের। ছবির ‘কাভালা’ গানটি তুমুল জনপ্রিয় হয়েছিল। নতুন ছবিতে কোন কোন তারকাকে দেখা যাবে তা দেখতেও মুখিয়ে রয়েছেন দর্শকরা। কোনো কোনো সংবাদমাধ্যমের দাবি, মোহনলাল ও শিবরাজ কুমার এই ছবিতে ক্যামিও হিসেবে থাকবেন। পাশাপাশি তামিল অভিনেতা নন্দমুরি বালকৃষ্ণকেও দেখা যাবে দুঁদে পুলিশ অফিসারের চরিত্রে। এখন থেকেই যেন শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন। যদিও ছবি মুক্তি পেতে পেতে ২০২৬। চলছে ছবির প্রি-প্রোডাকশনের কাজ। আসলে রজনীর ছবি মানেই সেদিন উৎসব। সেই উন্মাদনার রেশই যেন মিলল টিজার মুক্তির পর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নাক-কান ফোঁড়ানোর আগে ও পরে যা জানা জরুরি

নাক-কান ফোঁড়ানোর আগে ও পরে যা জানা জরুরি

৩৪ লাখ টাকা পান ডলি জহুর, কান্নাকাটি করেও পাননি

৩৪ লাখ টাকা পান ডলি জহুর, কান্নাকাটি করেও পাননি

ইয়ামালের স্বপ্ন পূরণ

ইয়ামালের স্বপ্ন পূরণ

গোপালগঞ্জে ‘বলপ্রয়োগ’ হলেও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার হয়নি: সেনাসদর

গোপালগঞ্জে ‘বলপ্রয়োগ’ হলেও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার হয়নি: সেনাসদর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App