×

মেলা

‘অভিনয় করেই প্রথম রোজগার করি’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

‘অভিনয় করেই প্রথম রোজগার করি’

মুমতাহিনা টয়া

   

একদিনেই জন্ম হয় না তারকার। জনপ্রিয়তার পেছনে থাকে পরিশ্রমের গল্প। কারো বেশি কারো কম। পরিশ্রমের সঙ্গেই জড়িয়ে থাকে পারিশ্রমিকের কথা। প্রথম রোজগার সব তারকার কাছেই আবেগতাড়িত একটি ব্যাপার। এই বিভাগে অভিনেত্রী মুমতাহিনা টয়া জানাচ্ছেন তার প্রথম রোজগার নিয়ে অনুভূতি

অভিনয় দিয়ে প্রথম রোজগার

লাক্স চ্যানেল আই সুপারস্টার ২০১০ শেষ হওয়ার পর থেকে অভিনয়ের সঙ্গে যুক্ত হই। সে হিসেবে আমার কর্মজীবনের শুরু হয় অভিনয় দিয়ে। প্রথম কাজ করেছিলাম রুমানা রশীদ ঈশিতা আপুর পরিচালনায় ‘অদেখা মেঘের কাব্য’ নামক একটা টেলিফিল্মে। ওই টেলিফিল্মে অভিনয়ের মাধ্যমে আমার অভিনয় অঙ্গনে আসা।

মনের ভেতর ভয় ছিল

এই নাটকে অভিনয় করতে গিয়ে অনেক কিছু শিখেছি। তাছাড়া যেহেতু এর আগে কখনো কোথাও অভিনয় করিনি, তাই মনের ভেতর এক ধরনের ভয় ছিল। একই সঙ্গে কীভাবে আরো ভালো কিছু করা যায় সেই তাড়নাও কাজ করেছিল। ছেলেবেলায় যাদের অভিনয় দেখে বড় হয়েছি- যাদের অভিনয় আমার ভালো লাগে, ‘অদেখা মেঘের কাব্য’তে তাদের সঙ্গে কাজ করতে হয়েছে। আমার জন্য খুব চ্যালেঞ্জ ছিল। সব মিলিয়ে অপূর্ব ভাই, ঈশিতা আপু; তাদের সঙ্গে কাজ করতে গিয়ে অভিনয়ের খুঁটিনাটি অনেক বিষয় সম্পর্কে শিখেছি।

অভিনয় করাটাই মুখ্য ছিল

নতুন অভিনেত্রী হিসেবে সেই সময় ১০ হাজার টাকা পেয়েছিলাম। আমার কাছে অভিনয় করাটাই মুখ্য ছিল, টাকা-পয়সা নিয়ে এতটা ভাবিনি। তবে সে সময়কার অর্থাৎ ২০১১ সালে নতুন অভিনেত্রী হিসেবে ১০ হাজার টাকা পাওয়া কিন্তু অনেক কঠিন।

পরিবারের জন্য কেনাকাটা করি

সাধারণত টাকা পেলে পরিবারের সবার জন্য কেনাকাটা করি। কিন্তু প্রথম অভিনয় করে যে টাকা পেয়েছিলাম তা দিয়ে উল্লেখযোগ্য তেমন কিছু করিনি। কারণ কিছুদিন আগেই লাক্স চ্যানেল আই সুপারস্টারে অংশগ্রহণ করে ভালো অঙ্কের টাকা পেয়েছিলাম। তা দিয়ে ছোট ভাই-মায়ের জন্য, পরিবারের অন্যদের জন্য কেনাকাটা করেছিলাম। আর তাই অভিনয় করে যে টাকা পেয়োছিলাম তা নিজের জন্য বিভিন্ন কাজে লাগিয়েছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App